Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাপানি তরুণরা শারীরিক সম্পর্কে অনাগ্রহী কেন

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের তরুণরা শারীরিক সম্পর্কের প্রতি ক্রমাগত আগ্রহ হারাচ্ছেন বলে সা¤প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে। ওই গবেষণা অনুযায়ী, জাপানের অনেক তরুণ জীবনে কখনো শরীরিক সম্পর্কে জড়াননি। আর অনেকে আগে জড়ালেও এখন আর শারীরিক সম্পর্কের ধারেকাছেও যাচ্ছেন না। ওই গবেষণা থেকে জানা যায়, জাপানের ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৪৩ শতাংশ জীবনে কখনো শরীরিক সম্পর্কে জড়াননি। এঁদের মধ্যে ৬৪ শতাংশের প্রেমের বা কামের সম্পর্ক নেই। জাপানের তরুণদের কেন এমনটা হচ্ছে, তা খুঁজে বের করার চেষ্টা করেছেন বিবিসির টোকিও প্রতিনিধি রুপার্ট উয়ংফিল্ড হেইস। তিনি বিষয়টি নিয়ে কথা বলেন বেশ কয়েকজন জাপানির সঙ্গে। জাপানের নাগরিক উদীয়মান কমেডিয়ান অ্যানো মাতসুই (২৭) বলেন, আমার আত্মবিশ্বাসের বড় অভাব। আমি নারীদের কাছে এতটা জনপ্রিয় নই। আমি এক মেয়েকে ভালোবাসার কথা বলেছিলাম, সে আমাকে না বলে দিয়েছে। এটা আমাকে মানসিকভাবে আহত করে। সাংবাদিক বলেন, আপনার বন্ধু বা পরিচিতদের ক্ষেত্রেও কি এমনটা হয়? জবাবে মাতসুই বলেন, এখানে আমার মতো অনেকেই আছেন, যাঁরা নারীসঙ্গ ভয় পান। আমরা সব সময় প্রত্যাখ্যানের ভয়ে থাকি। তাই আমরা শখের কাজ করে সময় পার করে দিই। আমি নিজেকে ঘৃণা করি। কিন্তু এ বিষয়ে আমার তেমন কিছুই করারও নেই। এ বিষয়ে জানতে চাইলে ৪৫ বছর বয়সী নারী জাপানি চিত্রশিল্পী রুকুদেনাশিকো বলেন, কারণ আমার কাছে ছেলেবন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্ক করাটা খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্ক গড়ে তোলা খুব একটা সহজ নয়। একজন প্রেমিক প্রথমেই ডেটে যাওয়ার কথা বলে সম্পর্ক শুরু করতে চান! তবে আমি মনে করি, পুরুষরা নারীবিমুখ হলেও যৌনতাবিমুখ নয়। তারা ইন্টারনেটে পর্নো দেখে, সেখান থেকেই যৌন তৃপ্তি নেয়। অ্যাকাউন্ট এগজিকিউটিভি আন্না (২৪) বলেন, আমার কাছে শারীরিক সম্পর্কের চেয়ে খাওয়া ও ঘুম গুরুত্বপূর্ণ। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ