মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গৃহযুদ্ধকবলিত ইয়েমেনের প্রায় ১ কোটি শিশুর জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। গত বৃহস্পতিবার ফেসবুকে অফিসিয়্যাল পেজে প্রদত্ত এক বিবৃতিতে সংস্থাটির ইয়েমেন কার্যালয় এ উদ্বেগ জানায়। বিবৃতিতে বলা হয়, ইউনিসেফের ইয়েমেনের বেশিরভাগ শিশু মৌলিক স্বাস্থ্য সুরক্ষা, পর্যাপ্ত পুষ্টি, বিশুদ্ধ পানীয়, যথাযথ স্যানিটেশন এবং শিক্ষার অভাবে রয়েছে। ইয়েমেনে একদিকে রাজনৈতিক অস্থিরতা, তার ওপর দীর্ঘ সময় ধরে চলছে বিমান হামলা। সামগ্রিক খাদ্য সরবরাহ পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক অবস্থার দিকে যাচ্ছে। এর মাধ্যমে দেশটিতে দুর্ভিক্ষের ঝুঁকি আরও প্রকট হচ্ছে। জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডবিøউএফপি বলেছে, ১ কোটি ৭০ লাখ ইয়েমেনি জানে না পরবর্তী বেলার খাবার কিভাবে আসবে। গত বৃহস্পতিবার ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়ক জেমি ম্যাকগোল্ডরিক সানায় এক সংবাদ সম্মেলনে বলেন, মানবিক সহায়তাকারী দেশগুলো ইয়েমেনে কলেরার প্রাদুর্ভাব মোকাবেলা করতে গিয়ে অপুষ্টি মোকাবেলায় তহবিল যোগাতে পারছে না। আর তাতে দুর্ভিক্ষ দেখা দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত বুধবার জাতিসংঘের মুখপাত্র স্টিফ্যান ডুজারিক বলেন, এপ্রিলে শুরু হওয়া কলেরার প্রাদুর্ভাব ইয়েমেনের ২১টি এলাকায় ছড়িয়ে পড়েছে। ইয়েমেনে ২ লাখ ৭০ হাজার কলেরা রোগী শনাক্ত। এপ্রিলের শেষ থেকে এ পর্যন্ত কলেরায় প্রাণ হারানো মানুষের সংখ্যা ১৬০০রও বেশি। রয়টার্স, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।