Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

সীমান্ত বিরোধে কঠোর অবস্থানে চীন

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের সঙ্গে চলমান সীমান্ত বিরোধের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে চীন। ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতাকে বেইজিং ভাল চোখে দেখছে না এবং তারই বহিঃপ্রকাশ হিসেবে বিরোধের ক্ষেত্রে চীন কঠোর অবস্থান নিয়েছে। ভারতীয় বিশ্লেষকদের বরাত দিয়ে এমন দাবি করছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। অতীতেও চীন-ভারত সীমান্ত বিরোধ ঘটেছে, তবে বর্তমানে চলমান বিরোধ দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাতে রূপ নিতে পারে বলে আশংকা ব্যক্ত করেছেন বিশ্লেষকরা। চীন-ভারত অভিন্ন সীমান্তে মোতায়েন উভয় পক্ষের সেনারা সাধারণভাবে অস্ত্র বহন করেন না। সম্ভাব্য উত্তেজনা যেন সহিংস রূপ না নিতে পারে তারই সতর্কতা হিসেবে এমনটি করা হয়। এ সত্তে¡ও সিকিম সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ঘটেছে জড়িয়ে ধরে ধাক্কাধাক্কি। এতে দৈহিক বলপ্রয়োগ করে প্রতিপক্ষকে হটিয়ে দেয়ার প্রচেষ্টাকে জড়িয়ে ধরে ধাক্কাধাক্কি হিসেবে উল্লেখ করা হয়েছে। গত মাসের শেষ দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপ্রত্যাশিত ভাবে জড়িয়ে ধরেছেন, তখন চীন-ভারত সীমান্তে ধাক্কাধাক্কি’র ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের ঝুঁকে পড়াকে চীন ভালভাবে গ্রহণ করেনি তা প্রকাশ করতে সীমান্ত সংকটের সৃষ্টি হয়েছে। ভারতীয় বিশ্লেষকরা এমন দাবি করেছেন। এ বক্তব্য দিয়েছেন গেটওয়ে হাউজ নামে পরিচিত ভারতভিত্তিক পররাষ্ট্রনীতি সংক্রান্ত থিংক ট্যাংকের পরিচালক সামির পাতিল। তিনি বলেন, মার্কিন-ভারত সম্পর্ক নিয়ে পরিষ্কার অসন্তোষ প্রকাশ করছে চীন। ডোকালাম এলাকায় রাস্তা বানানোর জন্য চীনা ট্রাক এবং সেনা ঢোকার ঘটনাকে কেন্দ্র করে চলমান সংকটের সূচনা হয়। সিকিম-চীন সীমান্তের এ অঞ্চলকে ভুটানের এলাকা হিসেবে মনে করে ভারত ও ভুটান। এখানে ত্রিদেশীয় সঠিক সীমান্ত রেখা নিয়ে চীনের সঙ্গে মতপার্থক্য রয়েছে ভারতের। ভারত এবং ভুটান একে ভুটানের এলাকা হিসেবে দাবি করলেও চীন একে নিজ ভূখন্ড হিসেবে গণ্য করছে। এক্ষেত্রে ভারতের ভূমিকাকে ব্রিটেনের সঙ্গে ১৮৯০ সালের চুক্তির লঙ্ঘন হিসেবে মনে করছে চীন। এ চুক্তি অনুযায়ী ওই এলাকার ওপর চীনের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ভারতের নেতৃবৃন্দ ওই চুক্তির প্রতি সমর্থন ঘোষণা করেছিলেন। চীনা পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, ডোকালাম সব সময়ই চীনের অংশ ছিল। চীনের রাষ্ট্রীয় দৈনিক গেøাবাল টাইমসের চলমান বিরোধ নিয়ে কঠোর সম্পাদকীয় প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী মর্যাদা বজায় রেখে নিজ এলাকায় ফিরে না গেলে তাদেরকে ঘাড় ধরে তাড়িয়ে দেবে চীনা সেনারা। সাংহাই মিউনিসিপাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ওয়াং দিহুয়া বলেছেন, সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে চলেছে ভারত। এর মাধ্যমে চীনা সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে নিতে চাইছে না নয়াদিল্লি। এ ছাড়া, নিজ ভূখন্ড রক্ষায় চীনের দৃঢ় মনোভাবকেও খাটো করে দেখতে চাইছে ভারত। সংঘাতের মূল্য কি হবে তাও আন্দাজ করতে ভারত ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি। আর এ পরিপ্রেক্ষিতে পাতিল বলেন, চীন খুবই কঠোর অবস্থান নিয়েছে এবং এটি মেনে নেয়ার মতো অবকাশ ভারতের নেই। ওয়াশিংটন পোস্ট।



 

Show all comments
  • ওয়াসিম আলি ৯ জুলাই, ২০১৭, ১২:৪৫ এএম says : 0
    India should respect the sovereighnity of China.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ