Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চূড়ান্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে আইএস নারী জিহাদিরা

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের পশ্চিম মসুলে যৌথ বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়েী আইএসের নারী জিহাদিরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন এক ইরাকি কর্মকর্তা। তারা শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলেও জানিয়েছে বাগদাদ। এরমধ্যেই নগরীর ওল্ড সিটি থেকে আইএস’র পরিবারের সদস্যসহ কয়েকশ’ বেসামরিক নাগরিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ইরাকি বাহিনী। এদিকে, স্বাধীন রাষ্ট্র গঠনে গণভোট থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি। গত বৃহস্পতিবার নতুন করে মসুলের ওল্ড সিটিসহ কয়েকটি এলাকা আইএসের কাছ থেকে পুনর্দখলে নেয়ার দাবি করে ইরাকি যৌথ বাহিনী। তবে আইএস সদস্যরা পালিয়ে যাওয়ার সময় এলাকাটি পুরোপুরি ধ্বংস করে দেয়। এসব ধ্বংসস্তূপ সরিয়ে সামনে এগোতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বলে জানান ইরাকি কর্মকর্তারা। গেল দুই দিনে টাইগ্রিস নদীর আশপাশে মাত্র ৫শ’ মিটার এলাকা আইএসমুক্ত করা হয় বলেও জানান তারা। এক ইরাকি সেনা কর্মকর্তা বলেন, আমরা আইএস হটিয়ে টাইগ্রিস নদীর আশপাশের এলাকা পুনর্দখলে নেওয়ার চেষ্টা করছি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ