Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

মেক্সিকোয় কারাগারে ২৮ কয়েদি নিহত

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে কয়েদিদের দুইটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ কয়েদি নিহত হয়েছে। আকাপুলকো শহরের লাস ক্রুসেস কারাগারের সবচেয়ে সুরক্ষিত অংশে গত বৃহস্পতিবার মধ্যরাতের পর ওই সংঘর্ষ শুরু হয়। ছুরি মেরে, পিটিয়ে এবং শিরশ্ছেদ করে কয়েদিদের হত্যার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন গুয়েরের গভর্নর। গুয়েরের রাজ্যের সবচেয়ে বড় শহর আকাপুলকো মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর একটি, যেখানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উৎপাদিত হয়। গুয়েরের নিরাপত্তা মুখপাত্র জানান, কারাগারের যে অংশে সংঘর্ষ হয়েছিল সেখানকার বিভিন্ন জায়গা এমনকি রান্নাঘর থেকেও লাশ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। ওই এলাকার প্রতিদ্ব›দ্বী দুইটি গ্যাংয়ের সদস্যদের মধ্যে স্থায়ী শত্রæতার জেরে কারবন্দি ওই দুই দলের সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়। কারাগারটিতে দুই হাজারের বেশি কয়েদি রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ