Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

মেলানিয়ার জন্মভূমিতে
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জন্মভূমি ¯েøাভেনিয়া সফরে যাবেন। গত বৃহস্পতিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় সেখানে উপস্থিত ¯েøাভেনিয়ান প্রেসিডেন্ট বোরুত পোহার ¯েøাভেনিয়া সফরের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করেন তিনি। রয়টার্স।

চার্জারবিহীন মোবাইল
ইনকিলাব ডেস্ক : চার্জার বা ব্যাটারি ছাড়া মোবাইল ফোন চলবে না- এই ধারণায় ইতি পড়ে গেল। উদ্ভাবন হয়েছে এমন এক ধরনের মোবাইল, যা ব্যাটারি বা বৈদ্যুতিক চার্জ ছাড়াই কাজ করতে সক্ষম। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘদিন ধরে চেষ্টার পর তৈরি করেছেন ব্যাটারিবিহীন মোবাইল ফোন। ব্যাটারি ছাড়া কেমন করে মোবাইল চলবে, কীভাবে এটি উদ্ভাবন করা হলো, তা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন তারা। সায়েন্স অ্যালার্ট।

মিসরে ১০ সেনা নিহত
ইনকিলাব ডেস্ক : মিসরের সিনাই উপত্যকায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। খবরে বলা হয়, সিনাইয়ের এল-বার্থের রাফাহ গ্রামে সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে এ হামলা চালানো হয়। দুটি গাড়িতে করে সেনা চৌকি পার হওয়ার সময় হামলাকারীরা এ বিস্ফোরণ ঘটায়। রয়টার্স।

জাপানে ৬ জনের মৃত্যু
ইনকিলাব ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে দেখা দেওয়া বন্যা ও ভূমিধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাত এখনও অব্যাহত আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা। বৃষ্টির মধ্যেই শুক্রবার ১০ হাজারের বেশি উদ্ধারকর্মী কাঠ ও কাদায় মাখামাখি ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার অন্তত ৮০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ