Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিটুনিতে রক্তাক্ত হয়েছেন পাঁচ আইনপ্রণেতা

ভেনেজুয়েলার জাতীয় সংসদে মাদুরোপন্থীদের হামলা

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বাধীনতা দিবসে সরকারি দলের সমর্থকদের পিটুনিতে রক্তাক্ত হয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় পাঁচ আইনপ্রণেতা। গত বুধবার সংসদে বিরোধীদলের অধিবেশন চলাকালে প্রায় শতাধিক সরকার সমর্থক এসে তাদের উপর হামলা চালায়। অধিবেশনে স্বাধীনতা দিবস উদযাপনে সামরিক কুচকাওয়াজের বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন ভেনেজুয়ালার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় তার ভাইস প্রেসিডেন্ট তারেক আল-আইসামি সামরিক বাহিনীর প্রধানকে নিয়ে সেখানে হাজির হন। তিনি সরকার-সমর্থকদের পার্লামেন্টে এসে মাদুরোর প্রতি সমর্থন প্রদর্শনের আহ্বান জানান। ভবনের বাইরে তখন একদল লোক অপেক্ষা করছিল। ভাইস প্রেসিডেন্টের আহ্বানে পরই তারা ঢুকে পড়ে এবং মারধর শুরু করে। এসময় সংসদে উপস্থিত সাংবাদিক, ছাত্র এবং দর্শকসহ প্রায় সাড়ে তিনশ’ মানুষকে তারা আটকে রাখেন। পিটুনিতে আহতদের কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লাঠি ও পাইপ হাতে হামলাকারীরা এসে মারধর করেছিল। ঘটনাস্থলে জরুরিভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে। সরকার এ ঘটনার তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে। বেশ কয়েক মাস থেকেই ভেনিজুয়েলায় অর্থনৈতিক সংকটের জন্য বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দায়ী করে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছে। আহত ব্যক্তিদের মধ্যে ডেপুটি আরমান্ডো আরমাস অ্যাম্বুলেন্সে ওঠার আগে সংবাদকর্মীদের জানান, আমরা প্রতিদিন একটু একটু করে নিজেদের দেশটাকে যেভাবে হারাচ্ছি। তার চেয়ে এটা অনেক কম কষ্টদায়ক। উল্লেখ্য যে, ভেনেজুয়েলার সংসদে বিরোধী দলীয়দের সংখ্যাই বেশি যারা ২০১৫ সালের ডিসেম্বর থেকেই পার্লামেন্ট নিয়ন্ত্রণ করে আসছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, লাঠি ও রড নিয়ে কংগ্রেসে প্রবেশ করে সরকার সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের ধস্তাধস্তি। কংগ্রেসের সাদা দেয়ালও রক্তে রঞ্জিত হয়ে যায়। ফরাসি সংবাদমাধ্যম’র প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসে মোতায়েনকৃত মিলিটারি পুলিশের চোখের সামনেই এ হামলা হলেও তারা নির্বিকার ছিলেন। এরইমধ্যে এ ব্যাপারে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে ভেনেজুয়েলা সরকার। অ্যাসেমবিøর স্পিকার জুলিও বোরগেসকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, প্রায় সাড়ে তিনশো মানুষকে কয়েক ঘণ্টা ধরে আটকে রাখা হয়। টুইটারে তিনি বলেন, ভেতরে আটকে পড়াদের মধ্যে শিক্ষার্থী ও পরিদর্শকদের পাশাপাশি ১০৮ জন সাংবাদিকরাও ছিলেন। এএফপি, বিবিসি, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ