Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফোরজি প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে বিটিআরসি

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ফোরজি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে মোবাইল ফোন অপারেটর, ভেন্ডর, এনটিটিএন প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। পরীক্ষা চলাকালে ডাউনলোড স্পিড ছিল ১৩০ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দেশে ফোরজি এলটিই (লং টার্ম ইভোল্যুয়েশন) প্রযুক্তির চালুর সক্ষমতা যাচাই করতেই এই যৌথ পরীক্ষা পারিচালিত হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। গতকাল (বৃহস্পতিবার) বিটিআরসিতে ফোরজি প্রযুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চারটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক, ফোরজি প্রযুক্তির ডিভাইস তৈরি ও ম্যানুফ্যাকচারকারী ভেন্ডর প্রতিষ্ঠান হুয়াওয়ে ও এরিকসন, দেশব্যাপী ট্রান্সমিশন সেবাদানকারী এনটিটিএন প্রতিষ্ঠান ফাইবার এট হোম ও সামিট। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করে নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি।
বিটিআরসি সূত্রে জানা যায়, সরকার চলতি বছরই ফোরজি সেবা চালু করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে ফোরজি লাইসেন্সিং গাইডলাইনও চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এই সেবা প্রদানের জন্য স্পেকট্রাম (তরঙ্গ) নিয়েও কাজ করছে কমিশন। এরই অংশ হিসেবে মোবাইল ফোন অপারেটর, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং এনটিটিএন প্রতিষ্ঠানগুলো সক্ষমতা যাচাই করতে ফোরজি প্রযুক্তির প্রাথমিক পরীক্ষা করে দেখছে বিটিআরসি। এই পরীক্ষায় ফোরজি ও থ্রিজি সেবার সার্বিক বিষয়গুলো তুলনা করে দেখা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষাকালে ভিডিও কল, স্ট্রিমিং, কল, আপলোড ও ডাউনলোড স্পিড দেখা হয়। এসময় থ্রিজিতে স্ট্রিমিং এবং ডাউনলোড স্পিড ১০ এমবিপিএস পর্যন্ত পাওয়া যায়। অন্যদিকে ফোরজি’র স্ট্রিমিং এবং ডাউনলোড স্পিড ছিল ১৩০ এমবিপিএস পর্যন্ত। তবে আপলোড স্পিড ছিল ১০০ এমবিপিএস। ১৮০০ ও ২১০০ ব্যান্ডের মেগাহার্টজ তরঙ্গে পরিচালিত এই পরীক্ষায় সেবার গুণগত মান ভাল ছিল বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। তবে যেসব বিষয়ে আরও মান উন্নত করা দরকার সেগুলো পরবর্তী পরীক্ষার আগেই সন্তুষ্টিজনক পর্যায়ে উন্নীত করতে অপারেটর, ভেন্ডর ও এনটিটিএন প্রতিষ্ঠানগুলো নির্দেশনা দিয়েছে কমিশন।
ফোরজি’র প্রথম পরীক্ষার অভিজ্ঞতার বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, এটি ফোরজি পরীক্ষার প্রথম পর্ব ছিল। প্রাথমিকভাবে এটিকে সন্তোষজনক হিসেবেই তিনি উল্লেখ করেন। তিনি বলেন, চলতি বছরই ফোরজি সেবা চালু করার জন্য প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় নির্দেশনা দিয়েছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ফোরজি প্রযুক্তির সক্ষমতা পরীক্ষা-নিরীক্ষা করা হলো। সেবাটি চালু হলে গ্রাহকগণ আরও উন্নত মান এবং দুর্দান্ত অভিজ্ঞতা পাবে বলে তার বিশ্বাস এবং ফোরজি সেবায় গ্রাহক সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। তিনি আরও জানান, চলতি মাসেই প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টার সামনে এই অভিজ্ঞতার বিষয়গুলো তুলে ধরা হবে।
অনুষ্ঠানে উপস্থিত অপারেটর ও বিটিআরসি’র প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, ফোরজি পরীক্ষাকালে ডাউনলোড স্পিডের বিষয়ে সকলেই সন্তুষ্টি প্রকাশ করলেও আপলোড স্পিড কম থাকায় সেই বিষয়ে আরও কাজ করার কথা বলা হয়। এছাড়া পরীক্ষাচলাকালে যেসব বিষয়ের গুণগত মান আরও উন্নত করা দরকার তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টার সামনে উপস্থাপনের আগেই নিখুতভাবে করতে নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার বিষয়ে জানতে চাইলে বিটিআরসি’র সচিব মোঃ সরওয়ার আলম বলেন, ফোরজি সেবা চালুর আগেই এর সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতেই বিটিআরসি সংশ্লিষ্টদের সাথে যৌথ এই পরীক্ষা চালিয়েছে। অপারেটর, ভেন্ডর ও এনটিটিএনসহ সকলের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়েই ফোরজি সেবা চালু করতে চায় বিটিআরসি। প্রথম পরীক্ষা সার্বিকভাবে সন্তোষজনক ছিল। তবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও ফোরজি প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন বিটিআরসি’র পক্ষ থেকে জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিআরসি

১৪ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ