Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ নির্বাচকদের সঙ্গে বসছেন হারুন

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপকে সামনে রেখে গতকাল বিকালে শুরু হয়েছে জাতীয় হকি দলের মাঠের অনুশীলন। এ অনুশীলনে ছিলেন আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক নিষিদ্ধ থাকা খেলোয়াড় সারোয়ার হোসেনও। কিন্তু এতে সন্তুষ্ট নন জাতীয় দলের প্রধান কোচ মাহবুব হারুন। তিনি দলে চাচ্ছেন জার্মান কোচ অলিভার কার্টজের তালিকা থেকে বাদ পড়া চার সিনিয়র খেলোয়াড়কেও। তার মতে, ওই চারজন যোগ দিলে শক্তি বাড়বে বাংলাদেশের এশিয়া কাপ হকি দলের। শুধু তাই নয়,শৃংখলা ভঙ্গের দায়ে নিষিদ্ধ দেশসেরা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকেও দলে চান কোচ। সঙ্গে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত প্রস্তুতি ম্যাচ খেলাতে চান জাতীয় দলকে। আর এসব বিষয় নিয়ে আলোচনা করতেই আজ হকি ফেডারেশনের নির্বাচক কমিটির সঙ্গে সভায় বসবেন মাহবুব হারুন।
আগামী ১২ অক্টোবর ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বসছে এশিয়া কাপের দশম আসর। টুর্নামেন্টের খেলা শেষ হবে ২২ অক্টোবর। এশিয়ার বৃহৎ এই হকি টুর্নামেন্টকে সামনে রেখে জার্মান কোচ অলিভার কার্টজের অধিনে প্রায় একমাস আগে অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ। কিন্তু কিছুদিন আগে অলিভারকে হকি ফেডারেশন বরখাস্ত করলে জাতীয় দলের দায়িত্ব পান স্থানীয় সফল কোচ মাহবুব হারুন। তার অধীনেই ঈদের ছুটির পর বুধবার জাতীয় দলের খেলোয়াড়রা ক্যাম্প শুরু করেন। তবে এদিন কোচ খেলোয়াড়দের শুধু থিওরিটিক্যাল ক্লাস করান। আর ৩৩ জনকে নিয়ে মাঠের অনুশীলন শুরু হয় কাল। অনুশীলনে আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক তিন ম্যাচ নিষিদ্ধ সারোয়ার হোসেনকেও রাখা হয়। নিষিদ্ধ থাকার পরও কেন সারোয়ার অনুশীলনে? এমন প্রশ্নে কোচ হারুনের জবাব, ‘ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড খেলার আগে বাংলাদেশ ঘানার বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল। যা ছিল আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি প্রাপ্ত। এশিয়া কাপের আগে আমাদের হকি ফেডারেশন যদি জাতীয় দলকে এমন প্রস্তুতি ম্যাচ খেলাতে পারে, তাহলে টুর্ণামেন্টে সারোয়ারের নিষেধাজ্ঞা থাকবে না। এশিয়া কাপ শুরুর আগে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেললে সারোয়ারের নিষেধাজ্ঞা কেটে যাবে। তবেই সে খেলতে পারবে এশিয়া কাপে। তাই তাকে নিয়মিত অনুশীলনে রাখা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আর যদি তা না হয়, তাহলে এশিয়া কাপে পুলের তিনটি ম্যাচ খেলতে পারবে না সারোয়ার। এক্ষেত্রে তার বিকল্প ভাবতেই হবে আমাকে।’ বরখাস্ত হওয়া জার্মান কোচ অলিভার কার্টজের দল থেকে বাদ পড়া কৃষ্ণ কুমার, তাপস বর্মন, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টুকে দলে চান কোচ হারুন। তিনি বলেন, ‘এরা দলের জন্য অপরিহার্য। এদের অন্তর্ভূক্তিতে দলের শক্তি বৃদ্ধি পাবে।’
এদিকে শৃংখলা ভঙ্গের দায়ে বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক বর্তমানে নিষিদ্ধ আছেন তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। অতীতে যার নজরকাড়া পারফরমেন্সে অনেক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তাই জাতীয় দলে জিমিকে ফেরাতে চান হরুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জিমির বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের অভিযোগ রয়েছে। তাই বিষয়টি ফেডারেশনই ভালো বুঝবে। তবে আমি চাইবো সে দলে থাক। এসব বিষয় নিয়ে আলোচনা করতেই আগামীকাল (আজ) ফেডারেশনের নির্বাচক কমিটির সঙ্গে সভায় বসবো আমি। এ সভায় আমার চাহিদা ও বিস্তারিত নিয়ে আলোচনা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ