নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : মেসি-রোকুজ্জো জুটি সম্পর্কে সবাই একটি কথা বেশ ভালোভাবেই জানেনÑ তারা শৈশবকাল থেকেই ভালো বন্ধু, ২০০৭ সালের পর থেকে একই ছাড়ের নীচে বাস, তাদের কোল জুড়ে আসা দুই ফুটফুটে পুত্র সন্তান। গেল ৩০ জুন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত তাদের বিয়ের খবরটাও জেনেছে বিশ্ববাসী। তবে একটি তথ্য হয়তো অনেকেরই অজানা। মেসির অনুপস্থিতিতে অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন মিসেস মেসি!
আর্জেন্টিনার পারা তি নামক এক ম্যাঙ্গাজিনকে রোকুজ্জোর এক বান্ধবী দিয়েছেন এই তথ্য। তিনি বলেন, সবাই জানে দশ বছর বয়স থেকেই তারা সুখী দম্পতি, আসলে তাদের সম্পর্ক চুড়ান্ত রুপ নেয় ২০০৭ সালে। বান্ধবীর ভাষ্যমতে, ‘এক বন্ধু দিবসে আমি বুঝলাম সে (রোকুজ্জো) এবং লিও কাছাকাছি আসতে শুরু করেছে। আমরা ঐদিন একসাথে ছিলাম যেমনটা অন্যসময় থাকি। সে (রোকুজ্জো) আমাকে একটা বø্যাকবেরি ফোন দেখিয়ে বলল লিও তাকে দিয়েছে।’
শৈশব থেকে লুকা ক্যাগলিয়া-লিওনেল মেসির দোস্তি গলায় গলায়। হঠাৎ একদিন লুকার চাচাতো/মামাতো বোনের সাথে দেখা হয়ে যায় ৯ বছর বয়সী মেসির। প্রথম দেখাতেই মেসির মনে ধরে যায় মেয়েটি। সেই মেয়েটি আর কেউ নন, আন্তোনেল্লা রোকুজ্জো। এরপর মেসি একটা চিরকুট লিখে পাঠান আট বছরের রোকুজ্জোকে। তাতে লেখা ছিল, ‘আমরা একদিন বয়ফেন্ড ও গার্লফ্রেন্ড হবো’।
এর পরের ঘটনা সবার জানা। স্বপরিবারে রোজারিও থেকে স্পেনের পাড়ি জমান মেসি। মেসি-রোকুজ্জোর নবীন সম্পর্কও পড়ে যায় অনিশ্চয়তার অন্ধকারে। রোকুজ্জো ভেবেছিলেন স্বপ্নের ভেলায় চড়তে থাকা মেসির মন থেকে হয়তো রোকুজ্জো নামটি মুছে গেছে। দীর্ঘ প্রতিক্ষার পর আরেক বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন রোকুজ্জো।
কিন্তু রোকুজ্জো জানতেন না, বার্সার লা মেসিয়া একাডেমিতে মেসির ধ্যানে কেবল ফুটবল নয়, কঁচি মনের অতল গহীনে সযতেœ লালন করে চলেছেন সেই নামটি- রোকুজ্জো। আর্জেন্টিনায় ফিরেই তাই তারকা মেসি ছুটে যান রোকুজ্জোর কাছে। আর কেন? নতুন বন্ধুকে ত্যাগ করে হারানো বন্ধুর হাত ধরতে একটুও সময় নেননি রোকুজ্জো।
এ নিয়ে নাকি কোন আক্ষেপ নেই রোকুজ্জোর সাবেক প্রেমিকের। এ বিষয়ে তার মতটাও বেশ দার্শনিকের মত, ‘সে আমাকে ছেড়ে গেছে, কিন্তু আর যাই হোক, সে তো আর যেনোতেনো কারো কাছে যায়নি- সে আমাকে ত্যগ করেছে লিও মেসির জন্যে...’। নিজের এই মস্তব্য দশ বছর আগে এক স্থানীয় পত্রিকাকে জানিয়েছিলেন রোকুজ্জোর সাবেক প্রেমিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।