Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সাসেক্স যাচ্ছেন তামিম

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আন্তর্জাতিক সূচির বিরতিতে জাতীয় দলের সতীর্থরা যখন দেশে ফিটনেস অনুশীলন করবেন, তামিম ইকবাল তখন ব্যস্ত থাকবেন ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বøাস্ট নিয়ে। কারণ কাউন্টি দল এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বøাস্টে খেলতে আজ সকালেই সেখানে যাচ্ছেন ক্রিকেটের প্রতিটি সংস্করণে সেঞ্চুরি করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান। কদিন আগেই ইংল্যান্ড থেকে এসেছেন- চ্যাম্পিয়নস ট্রফি খেলে।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা তামিমের এটিই প্রথম নয়। ছয় বছর আগে বাঁহাতি ওপেনার খেলেছিলেন নটিংহ্যামশায়ারে। সেবার পাঁচটি টি-টোয়েন্টিতে ২০.৮০ গড়ে করেছিলেন ১০৪ রান, সর্বোচ্চ ৪৭। তামিম জানিয়েছেন, পুরো মৌসুম খেলা হবে না তাঁর। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে যে ছুটি পেয়েছেন, তাতে কাউন্টি দলটির হয়ে খেলতে পারবেন সর্বোচ্চ আট-নয়টি ম্যাচ। আগস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এ মাসের শেষ দিকেই হয়তো চলে আসবেন তিনি।
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি বøাস্টে তামিমের অভিযানের আনুষ্ঠানিক শুরু কবে, সেটি নিশ্চিত না হওয়া গেলেও তাঁর দল এসেক্সের ম্যাচ শুরু আজই। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ