Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে মিছিল

মসজিদে হামলায় হতাহতদের স্মরণে শোক পালন

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের মসজিদে সা¤প্রতিক হামলায় হতাহত হওয়া মানুষদের নিয়ে শোক মিছিল করেছে স্থানীয় বিভিন্ন সামাজিক আন্দোলনের কর্মীরা। ওই শোক মিছিলে সা¤প্রতিক ফিনসবাড়ি মসজিদের হামলায় হতাহতদের স্মরণ করা হয়। একই সঙ্গে বিভিন্নভাবে যারা স¤প্রতি মুসলিমবিদ্বেষের শিকার হয়েছেন, তাদেরও স্মরণ করা হয়। গত বুধবারের ওই শোক মিছিল মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে আয়োজিত হলেও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধেও প্রতিবাদ ধ্বনিত হয় সেই মিছিল থেকে। ১৮ জুন স্থানীয় সময় রবিবার দিনগত রাত ১২টা ২০ মিনিটে যুক্তরাজ্যের ফিনসবারি পার্কে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বের হয়ে আসা মুসলিমদের টার্গেট করা হয়। সে সময় একটি ভ্যান ইচ্ছাকৃতভাবে মুসল্লিদের ধাক্কা দেয়। ওই মুসল্লিদের অনেকে তারাবির নামাজ শেষে বের হচ্ছিলেন। ওই ঘটনায় ১ জন নিহত হন। হামলাকারী ৪৭ বছর বয়সী অসবর্ন হামলাকালে সব মুসলিমকে হত্যার হুমকি দিয়েছিলেন। যুক্তরাজ্যের রক্ষণশীল থেরেসা মে’র সরকারও এই ঘটনাকে মুসলিমবিদ্বেষ বলে স্বীকার করে নিতে বাধ্য হয়। সেই হামলার নিন্দা জানানো হয় বুধবারের শোক মিছিল থেকে। ধ্বনিত হয় বর্ণবাদবিরোধিতার তীব্র স্বর। অংশগ্রহণকারীরা মুসলিমবিদ্বেষ রুখে দাঁড়াও, ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার হও, শরণার্থীদের স্বাগত জানাই কিংবা বর্ণবাদকে না বলোসহ স¤প্রীতি ও ঐক্যের পক্ষের বিভিন্ন শ্লোগান, ব্যানার ও পোস্টার নিয়ে ওই মিছিলে অংশ নেন। মুসলিমবিদ্বেষের শিকার এক ব্রিটিশ মুসলিম মুখতার এসেছিলেন সেই শোক মিছিলে। তার মুখে এসিড ছোঁড়া হয়েছিল। বিদ্বেষী সেই হামলার কথা বলতে গিয়ে মুখতার তিনি বলেন, সেদিন তার এক চাচাতো বোনও ওই আক্রমণের শিকার হয়েছিলেন। এ ঘটনার সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। জুনের তৃতীয় সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ম্যানচেস্টার ও লন্ডন ব্রিজে হামলার পর থেকে যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষী অপরাধের হার বেড়েছে। চ্যানেল ফোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ