Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনগাজির স্বাধীনতা ঘোষণা এলএনএ’র

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)-এর প্রধান ফিল্ড মার্শাল খলিফা হাফতার বলেছেন, তার বাহিনী বেনগাজিকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করেছে। তার দাবি, কয়েক বছরের সশস্ত্র লড়াইয়ের পর শহরটি এখন নিরাপত্তা, শান্তি এবং পুনর্মিলনের নতুন যুগে প্রবেশ করেছে। গত বুধবার টেলিভিশনে প্রদত্ত এক ভাষণে ফিল্ড মার্শাল হাফতার বলেন, সন্ত্রাসবাদ এবং এর এজেন্টদের বিরুদ্ধে তিন বছরেরও বেশি সময় ধরে অনবরত সংগ্রাম চালিয়ে যাওয়ার আমরা এখন বেনগাজির স্বাধীনতা ঘোষণা করছি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যদি হাফতারের দাবি সত্যি হয়, তবে এটি হবে মরহুম নেতা মুয়াম্মার গাদ্দাফির এ বাহিনীর বড় বিজয়। বেনগাজির সাবরি এলাকায় চলতি সপ্তাহে লিবিয়ান ন্যাশনাল আর্মি যোদ্ধা এবং স্থানীয় জঙ্গিদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে বিপুল প্রাণহানির পর বেনগাজির স্বাধীনতা ঘোষণা করলেন হাফতার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ