মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ২৪ ঘণ্টায় অন্তত ৫০০ ইরাকি বেসামরিক নাগরিককে মসুলের পশ্চিমাঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইরাকি সেনাসূত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এই খবর জানিয়েছে। গত ২৯ জুন, ইরাকের মসুলে তাৎপর্যপূর্ণ জয় দাবি করেছে ইরাকি বাহিনী। তিন বছর আগে শহরটির ঐতিহাসিক আল নূরি মসজিদ থেকে কথিত খিলাফতের সূচনা করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন আইএস। আট মাস লড়াই শেষে সেই মসজিদে পুনর্দখল প্রতিষ্ঠা করে ইরাকি সেনাবাহিনী তখন জানায়, ইসলামিক স্টেটের (আইএস) খিলাফতের পতন হয়েছে। তবে এখনও সীমিত অঞ্চলে আইএস লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে,অচিরেই যুদ্ধ শেষ হওয়ার কথা জানিয়েছে সেনাসূত্র। সেই যুদ্ধ এখনও শেষ হয়নি। আনাদুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।