মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে দেখা দেওয়া বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ ও চার লাখ মানুষ ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ওই অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং ভূমিধসে চাপা পড়া তিনজনকে উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা ও গণমাধ্যম। উদ্ধারকৃত তিনজনের মধ্যে দুই নারী গুরুতর আহত হয়েছেন এবং পুরুষটি মারা গেছেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। যে ১৫ জন নিখোঁজ রয়েছে তাদের মধ্যে একটি শিশু আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, গত বুধবার কিউশু দ্বীপের ফুকুওকা এলাকার কিছু অংশে নয় ঘণ্টায় ৭৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় দ্বিগুণেরও বেশি। বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।