মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দেশটিতে গত ৪ জুলাই থেকে চারদিনের সরকারি ছুটি ছিল। এই ছুটির দিনগুলোতে শিকাগোতে অন্তত ১০১ জন গুলবিদ্ধ হয়েছেন। এসব ঘটনা মার্কিন মুলুকে আগ্নেয়াস্ত্র বহন আইন নিয়ে চলমান বিতর্ককে জোরালো করেছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্বাধীনতা দিবস উপলক্ষে চার দিনব্যাপী ছুটির মধ্যে মাত্র ১২ ঘন্টায় প্রায় অর্ধেক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শিকাগোর দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অধিকাংশ ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সবচেয়ে কমবয়সী আহত ব্যক্তির বয়স ১৩ বছর। আর সবচেয়ে প্রবীণ ব্যক্তির বয়স ৬০ বছর। ইলিয়ন অঙ্গরাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এ শহরটিতে অপরাধী গোষ্ঠীগুলোর লড়াই নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশকে সহায়তা করতে কেন্দ্রীয় গোয়েন্দাদের পাঠাবেন বলে স¤প্রতি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছুটির সময় সহিংসতা কমাতে শিকাগো পুলিশ বিভাগ এক হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করেছিল। কিন্তু এ উদ্যোগ কোনো কাজে আসেনি। স¤প্রতি শিকাগোতে গোলাগুলির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর সবমিলিয়ে শহরটিতে এক হাজার ৮০০টির বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে গত বছরের স্বাধীনতা দিবসের বন্ধে শহরজুড়ে ৬৬ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিলেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।