নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাহামার নাসাউতে বসছে যুব কমনওয়েলথ গেমসের ষষ্ঠ আসর। আগামী ১৯ থেকে ২৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের গেমস। এ আসরে বাংলাদেশ দু’টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। সাঁতার ও বক্সিং এই দু’ডিসিপ্লিনে লাল-সবুজদের পক্ষে চার ক্রীড়াবিদ খেলবেন। সাঁতারু হিসেবে নাসাউতে যাচ্ছেন আরিফুল ইসলাম ও ডথুই প্রæ মারমা এবং বক্সিংয়ে রিং মাতাবেন আজহারুল ইসলাম ও ফারজানা। চারজনই বিকেএসপিতে পড়া-শোনা করছেন। সাঁতারু আরিফুল ইসলাম ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে পুলে নামবেন। ডথুই মারমা’র ইভেন্ট ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইল। আর বক্সার আজহারুল ইসলাম খেলবেন ৫২ কেজি ওজন শ্রেণীতে। ফারজানা লড়বেন ৫১ কেজিতে। বাংলাদেশের এই চার ক্রীড়াবিদের সঙ্গে কোচ ও কর্মকতা হয়ে বাহামা যাবেন আরো দু’জন। দুই ডিসিপ্লিনের কোচের সঙ্গে দলনেতা হিসেবে থাকবেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএ কুদ্দুস খান।
২০১৫ সালে সামোয়াতে অনুষ্ঠিত সর্বশেষ যুব কমনওয়েলথ গেমস থেকে বাংলাদেশকে একটি করে স্বর্ণ ও ব্রোঞ্জপদক এনে দিয়েছিলেন তীরন্দাজরা। কিন্তু এবারের আসরে লাল-সবুজদের স্বর্ণ জয়ের সেই ডিসিপ্লিন নেই। বাদ পড়েছে শুটিংও। তাই গেমসে পদক জয়ের ধারাবাহিকতায় থাকা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। তারপরও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আশা বাহামা থেকে একেবারে খালি হাতে ফিরবে না বাংলাদেশ দল। পদক জয়ের লক্ষ্যে কোরিয়ান কোচ পার্ক তে গুনের তত্ত¡াবধানে মিরপুরস্থ সুইমিং কমপ্লেক্সে সকাল-বিকাল দু’বেলা অনুশীলন করছেন দুই সাঁতারু। সাঁতারু আরিফুল দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন যুব কমনওয়েলথ গেমসে। ২০১৫ সালে সামোয়াতে প্রথমবার অংশ নিলেও তেমন সাফল্য পাননি তিনি। আরিফ অবশ্য লাইমটাইটে আসেন গত বছর শ্রীলংকায় সাউথ এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপে জোড়া স্বর্ণপদক জয় করে। বক্সাররা স্থানীয় কোচের অধীনেই বিকেএসপিতে অনুশীলন করছেন।
এদিকে আগামী ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে বসছে এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্ট গেমসের পঞ্চম আসর। এই গেমসের ২১টি ডিসিপ্লিনে এশিয়ার ৬২টি দেশের ক্রীড়াবিদরা পদক জিততে লড়বেন। এগারো দিন ব্যাপী গেমসের পাঁচ ডিসিপ্লিনে খেলবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এগুলো হলো- সাঁতার, তায়কোয়ান্ডো, কুস্তি, ভারোত্তোলন ও দাবা। বাংলাদেশ থেকে ১০ ক্রীড়াবিদ যাবেন আশগাবাতে। এদের মধ্যে- দাবায় যাচ্ছেন চারজন। দু’জন বিওএ’র খরচে এবং দু’জন নিজ খরচে। এছাড়া ভারোত্তোলন ও কুস্তিতে দু’জন করে এবং তায়কোয়ান্ডো ও সাঁতারে একজন করে ক্রীড়াবিদ যাবেন বিওএ’র খরচে। গেমসে ভালো করতে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের অ্যাথলেটরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।