Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেহজাদকে ফেরাতে আকুতি

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইসিসির ডোপিং আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত এপ্রিলে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। ব্যাপারটা তাঁর অনিচ্ছাকৃত দাবি করে সদ্য টেস্ট মর্যাদাপ্রাপ্ত আফগানিস্তানের ক্রিকেট-ভক্তরা এখন চান, আইসিসি যেন তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা তুলে নেয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে টুইটারে চলছে এ নিয়ে ব্যাপক প্রচারণা। ফরগিভএমএস হ্যাশট্যাগে আফগান ক্রিকেট-ভক্তরা চাইছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ওপর চাপ সৃষ্টি করতে।
আফগান ক্রিকেট-ভক্তরা চান, শেহজাদ যেন দেশের হয়ে অভিষেক টেস্ট ম্যাচটা খেলতে পারেন। তাঁর মারকুটে ব্যাটিংয়ের কারণে ‘আফগানিস্তানের ধোনি’ নামেও পরিচিত দেশের হয়ে ৫৮টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা শেহজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ