Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিছিয়ে পড়া রংপুর বিভাগের উন্নয়নে উদ্যোগ নিন -রংপুর বিভাগ সমিতি

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পিছিয়ে পড়া রংপুর বিভাগের উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ নেয়ার জোর দাবি জানিয়েছে রংপুর বিভাগ সমিতি ঢাকা’র নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যে অতুলনীয় রংপুর বিভাগের ৮টি জেলায় যুগ যুগ ধরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি। নেতৃবৃন্দ বলেন, পাইপ লাইনের মাধ্যমে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ করা সম্ভব হলে ঐ অঞ্চলে নতুন নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে। সম্প্রতি ঢাকার তোপখানা রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান। সমিতি’র সভাপতি আলহাজ এডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হারুন অর রশিদ রাজা, মোঃ মফিদুল ইসলাম এ বি এম শহিদুল হক, জাফরুল ইসলাম বুলবুল, মীর তৌহিদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা শামসুল হক। সভায় আগামী ২০ মার্চ সকাল ১০টায় কুড়িগ্রাম শাপলা চত্বর শহিদ মিনারের সামনে কুড়িগ্রামে পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস সরবরাহ ও ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু, ২১ মার্চ বিকেল ৫টায় লালমনিরহাট গেস্ট হাউজে বিভিন্ন উন্নয়নের দাবিতে আলোচনা সভা ও ২২ মার্চ সকাল ১০টায় নীলফামারীতে সৈয়দপুর বিমান বন্দরকে আর্ন্তজাতিক বিমান বন্দর হিসেবে ঘোষণা, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিছিয়ে পড়া রংপুর বিভাগের উন্নয়নে উদ্যোগ নিন -রংপুর বিভাগ সমিতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ