Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিভার রোগে আক্রান্তদের চিকিৎসায় অপর্যাপ্ত চিকিৎসক লিভারবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের প্রায় ১ কোটি মানুষ লিভার রোগে আক্রান্ত। অথচ তাদের চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসক নেই। তাই খুব শিগগিরই এসব মানুষের চিকিৎসায় সরকারি মেডিকেল কলেজগুলোতে লিভার বিশেষজ্ঞদের নতুন পদ সৃষ্টি করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও যুগ্ম সম্পাদক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনÑপ্রফেসর (ডা.) এম এ আজিজ। গত শনিবার অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ-এর উদ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটরিয়ামে লিভারবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি লিভার চিকিৎসা ও গবেষণার প্রসারে অ্যাসোসিয়েশনের ভ‚মিকার প্রশংসা করেন। সম্মেলনে ভারত ও আমেরিকার ৫ জন বিশ্ববরেণ্য লিভার বিশেষজ্ঞ যোগদান করেন। পাশাপাশি সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৫ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। দিনব্যাপী এই সম্মেলনে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা লিভার রোগ চিকিৎসায় সর্বশেষ অগ্রগতি এবং বাংলাদেশে লিভার চিকিৎসায় উন্নয়নকল্পে করণীয়গুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) তার উদ্বোধনী বক্তব্যে লিভারবিষয়ক টেক্সট বুক ও নিয়মিত জার্নাল প্রকাশনা, নতুন নতুন ওষুধ নিয়ে গবেষণা এবং বিশ্বের শীর্ষস্থানীয় জার্নালসমূহে নিয়মিত গবেষণাপত্র প্রকাশসহ সাম্প্রতিক সময়ে এদেশের লিভার বিশেষজ্ঞদের সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর (ডা.) শংকর নারায়ণ দাস, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) মো. নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি ডা. এএফএম রফিকুল আলম, ময়মনসিংহ মেডেকেল কলেজের উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ড. মতিউর রহমান ভুঁইয়া, স্বাধীন চিকিৎসক পরিষদের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্রফেসর (ডা.) উত্তম কুমার বড়–য়া। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ-এর সভাপতি প্রফেসর সেলিমুর রহমান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ