Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মসুলে চলছে শেষ পর্যায়ের লড়াই

| প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের দ্বিতীয় প্রধান শহর মসুলে আইএসের আনুষ্ঠানিক পরাজয়ের ঘোষণা দেয়া হলেও এখন চলছে শেষ পর্যায়ের লড়াই। শহরের বেশ কয়েকটি রাস্তা ও এলাকা এখনো আইএসের দখলে রয়েছে। আর সেগুলো পুনর্দখলে সর্বাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ইরাকি বাহিনী। তবে শেষ লড়াই হিসেবে মসুলে আইএসের আত্মঘাতী হামলার সংখ্যা বাড়ছে। ২০১৪ সালে এই মসুল শহর থেকেই আইএসপ্রধান বাগদাদি তার তথাকথিত খিলাফত রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন। পুনর্দখলে নেয়া হয়েছে বলেও জানান তারা। ইরাকি কাউন্টার টেররিজম সার্ভিস›র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদুল গনি আল-আসাদি বলেন, ওল্ড সিটির প্রকৃতির কারণে দিন দিন লড়াই কঠিন হয়ে পড়ছে। আর একই বাহিনীর আরেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সামি আল-আরিদি বলেন, তিন দিন ধরে শত্রুরা আত্মঘাতী বোমা হামলাকারীদের ব্যবহার করছে। রয়টার্স, বিবিসি, প্রেসটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ