Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পোশাক কারখানায় বিস্ফোরিত বয়লারটি ছিল মেয়াদোত্তীর্ণ

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নিহত ১২ আহত অর্ধশত
মো দেলোয়ার হোসেন, গাজীপুর থেকে : গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় পোশাক কারখানায় গত সোমবার বিস্ফোরিত হওয়া বয়লারটি ছিল মেয়াদোত্তীর্ণ। এতে ১২ জন নিহত এবং অর্ধশত আহত হয়। এটির নবায়ন ছিল না। গতকাল মঙ্গলবার দুপুরে বয়লার পরিদর্শক কর্তৃপক্ষের বরাত দিয়ে গাজীপুর জেলা প্রশাসনের গঠন করা আট সদস্যের তদন্ত কমিটির প্রধান গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, গত ২৪ জুন পর্যন্ত এ বয়লারটির মেয়াদ ছিল। কিন্তু এরপর বয়লারটি নবায়ন করা হয়নি। তিনি বলেন, কেবলমাত্র নবায়ন না করার কারণে বয়লারটি বিস্ফোরণ ঘটেছে- তা আমি মনে করি না। তারপরও এটি কারণ হিসেবে নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে। দুর্ঘটনার কারণ নির্ণয় করার জন্য তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করছে। শিগগিরই তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ নির্ণয় করবে। ক্ষতিগ্রস্ত কারখানা মঙ্গলবার দুপুরে পরিদর্শনে এসে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক এবং কারখানার মালিক মো. মহিউদ্দিন ফারুকি জানান বয়লার বিস্ফোরণে নিহত প্রত্যেকের পরিবার আট লাখ টাকা পাবে। এর মধ্যে শ্রম মন্ত্রণালয় দেবে ৫ লাখ টাকা এবং কারখানার মালিক পক্ষ দেবে ৩ লাখ টাকা।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, এ ঘটনায় শ্রমিক যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই লাখ টাকা ইনস্যুরেন্সের জন্য এবং তিন লাখ টাকা অনুদান হিসেবে দেয়া হবে। আর যারা আহত হয়েছেন তাদের শ্রেণিভেদ অনুযায়ী (গুরুতর আহত ও কম আহত) চিকিৎসার জন্য সহায়তা করা হবে।
তিনি বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ের ইন্সপেকশন ডিপার্টমেন্ট থেকে একজন ডিআইজির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা ইন্ডাস্ট্রির মালিক তাদের একটা রেসপনসিবিলিটি আছে। তাদের কারখানার নিরাপত্তা তারা অবশ্যই বিধান করবেন। কারণ, তাদের কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করবে। আর নিরাপত্তার বিষয়টিতে কোনো কারণে যদি তাদের অবহেলা থাকে? সেটা নিশ্চয়ই আইনের চোখে অপরাধ। এটা সরকারও সহ্য করবে না। এদিকে কারখানার মালিক মো. মহিউদ্দিন ফারুকি জানান, এ দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে তাদের প্রতিষ্ঠান থেকে তিন লাখ করে টাকা দেওয়া হবে। আর আহত শ্রমিকদের প্রত্যেকের চিকিৎসা ব্যয় বহন করা হবে। এ ছাড়া নিহতদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করা হবে।
এর আগে সোমবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিারকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়। উল্লেখ্য, সোমবার রাত সোয়া ৭টার দিকে কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত এবং অর্ধশত আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পোশাক

২৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ