Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরার অপেক্ষায় মুমিনুল

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : টেস্ট মানেই ধৈর্য্য আর অধ্যাবসায়ের এক কঠিনতম পরীক্ষা। মাটি কামড়ে উইকেটে টিকে থাকার লড়াইও বলা চলে। বলতে গেলে সেই পরীক্ষায় শতভাগ সফল মুমিনুল হক। সামনে আসছে আরেকটি কঠিন পরীক্ষা- অস্ট্রেলিয়া সিরিজ। সবকিছু ঠিক থাকলে সিরিজে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অজিরা। তার আগে নিজেকে ফিরে পাবার মিশনে নেমেছেন বাংলার ‘লিটল মাস্টার’।
আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ঐ সিরিজকে সামনে রেখে ১০ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রাথমিক দলে ডাক পাওয়া ২৯ ক্রিকেটারের প্রস্তুতি। তবে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা ক্রিকেটারদের অনেকেই ইতোমধ্যে শুরু করে দিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি। জাতীয় ক্রিকেট একাডেমীর জিমনেশিয়ামে দেখা মিলল তাদের, যেখানে ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক তামিম ইকবাল, অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মুমিনুল হক এবং তিন নম্বর পজিশনে বাংলাদেশের নতুন ভরসা হয়ে ওঠা সাব্বির রহমান।
তাদের কেউ-কেউ জিমনেশিয়ামে ঘাম ঝরাচ্ছেন, কেউবা আবার ব্যাট হাতে উড়িয়ে মারছেন বল। এরই ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে মুমিনুল জানান, অন্য সবকিছুর চেয়ে ফিটনেসেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি, ‘আমি ফিটনেসে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আগামী কয়েকদিনও এ নিয়ে কাজ করবো। এরপর ব্যাটিং প্র্যাকটিস শুরু করব।’
ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভালো করেছে বাংলাদেশ, যেখানে ইংল্যান্ডের কাছে হেরে এবং অন্য দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় গ্রæপ-পর্ব থেকেই বাদ পড়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া সিরিজ যেহেতু বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এখানেও ভালো করার ব্যাপারে আশাবাদী মুমিনুল। সেই সাথে প্রত্যাশা ব্যক্ত করলেন ‘ভালো ক্রিকেট’ উপহার দেওয়ার, ‘নিজেদের কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেটা আমরা জানি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো ক্রিকেট খেলেছে সবাই। আমার কাছে মনে হয় খুব ভালো ক্রিকেট খেলব। সামনে যেহেতু টেস্ট খেলা। আমার কাছে মনে হয় সবাই খুব উৎফুল্ল এবং আত্মবিশ্বাসী। আশা করি টেস্টে খুব ভালো ক্রিকেট খেলব আমরা।’
ঈদের ছুটি কাটিয়ে ইতোমধ্যে ঢাকা ফেরা শুরু করেছেন ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। সাকিব আল হাসান চীন সফর শেষে গতকালই ফিরলেও তামিম ইকবালসহ আরো বেশক’জন আছেন বিদেশ ভ্রমণে। সবাইকে নিয়ে আগামী ১০ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্প।



 

Show all comments
  • Mamun ৫ জুলাই, ২০১৭, ৫:১৪ পিএম says : 0
    ami mominul ke support dei
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ