Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন ফরম্যাটেই অধিনায়ক সরফরাজ

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্টেও একই অধিনায়ক রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশকে চ্যাম্পিয়নস ট্রফি এনে দেওয়া সরফরাজ আহমেদকে টেস্টের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে দলের অভ্যর্থণা অনুষ্ঠানে এ ঘোষণা দেন বোর্ড সভাপতি শাহরিয়ার খান। ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টি শেষ হওয়ার পর ২০ ওভারের ক্রিকেটে নেতৃত্ব পান সরফরাজ। আর এ বছরের শুরুতে আজহার আলী সরে দাঁড়ালে ৯ ফেব্রæয়ারি একদিনের ক্রিকেটেও তার কাঁধে ওঠে পাকিস্তানের দায়িত্ব, যেখানে পুরোপুরি সফল তিনি। অসম্ভবকে সম্ভব করে ১৯৯২ সালের পর পাকিস্তানকে জেতালেন আইসিসির কোনও ওয়ানডে শিরোপা। তার পুরস্কার তাকে দেওয়া হলো এবার।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর গত মে থেকে টেস্ট অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন চলছিল। ৫৬ টেস্টে ২৬ জয় এনে দেওয়া দেশের সবচেয়ে সফল অধিনায়ক মিসবাহ উল হক অবসর নেওয়ার পর থেকে জায়গাটি ফাঁকা পড়ে ছিল। তার শূন্যস্থান এবার পূরণ করা হলো সরফরাজকে দিয়ে। ২০১৪ সালের পর প্রথম অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটে নেতৃত্ব দেবেন পাকিস্তানকে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাসভবনে এদিন শাহরিয়ারের প্রস্তাব গ্রহণ করেছেন সরফরাজ। একই সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি দলের প্রত্যেককে ১ কোটি পাকিস্তানি রুপি করে দেওয়ার ঘোষণা এসেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। এমন দিনে নিজের উচ্ছ¡াস, কৃতজ্ঞতা প্রকাশ করতে এতটুকু কার্পণ্য করেনি পাকিস্তানকে সময়ের সেরা উপহার দেয়া এই অধিনায়ক, ‘সবার আগে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ধন্যবাদ আমাদের সন্মানীত করার জন্য। পাশাপাশি আমাকে তিন ফরম্যাটে দলকে নেতৃত্ব দানের উপযুক্ত মনে করায় শাহরিয়ার খানের প্রতি কৃতজ্ঞ। এটা সত্যিই অনেক সন্মানের।’ তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়েল কৃতিত্ব একার নন দলের জানিয়ে সরফরাজ বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যেকে ভালো খেলেছে। এখনও অনেক পথ চলার বাকি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ