Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম রাউন্ড থেকেই ভাভরিঙ্কার বিদায়

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথম দিনেই তারকা পতন দেখল এবারের উইম্বলডন। সুইস পঞ্চম বাছাই স্তান ভাভরিঙ্কা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকেই। রাশিয়ান তরুণ ড্যানিল মেডভেডেভের কাছে ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-১ গেমে পরাজিত হয়ে বিদায় নেন ফ্রেঞ্চ ওপেনের এই রানার-আপ। বিশ্বের ৪৯তম র‌্যাঙ্কধারী খেলোয়াড় মেডভেডেভের উইম্বলডনে আগমন এবারই প্রথম। এসেই করলেন বাজিমাত। শেষ ৩২এ জায়গা করে নিতে দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ বেলজিয়ান বাছাই রুবেন বেমেলমান্স।
অল ইংল্যান্ড ক্লাবে এই নিয়ে ষষ্ঠবারের মত প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ভাভরিঙ্কা। যদিও বাম হাঁটুর ইনজুরিতে ভুগছেন এই সুইস তারকা। গত মাসে কুইন্স ক্লাবে প্রথম রাউন্ডে বিদায়ের পরে এবারের মৌসুমে ঘাসের কোর্টে নেমেছেন মাত্র দুই ম্যাচে, হেরছেন দুটিতেই। অন্যদিকে ২১ বছর বয়সী মেডভেডেভের এটাই ছিল গ্র্যান্ড ¯ø্যামে প্রথম ম্যাচ জয়। গত সপ্তাহে ইস্টবোর্নে ঘাসের কোর্টে তিনি সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে পরাজিত হয়েছিলেন। এছাড়া হার্টোগেনবোশে ও কুইন্সে তিনি কোয়ার্টার ফাইনালে খেলেছেন।
প্রথম রাউন্ডে জয় পেতে রিতিমত ঘাম ছুটে গেছে ২৯ নম্বর বাছাই ও সাবেক ইউএস ওপেনজয়ী হুয়ান মার্টিন দেল পেত্রর। অস্ট্রেলিয়ান ২১ বছর বয়সী তরুণ তানাসি ককিনাকিসকে ৬-৩ ৩-৬ ৭-৬ (৭-২) ৬-৪ গেমে হারান ডেল পেত্র।
ওদিকে নারী এককে জয় পেয়েছেন শীর্ষ বাছাই ও গেল আসের ফাইনালিস্ট অ্যাঞ্জেলিক কেরবার। আমেরিকান ১০৩ নম্বর র‌্যাংকধারী ইরিনা ফ্যালকানিকে হারাতে অবশ্য একটু সময় নেন। শেষ পর্যন্ত ৬-৪ ৬-৪ গেমে জিতে উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড¯ø্যাম ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন কেরবার।
ম্যাচ শেষে ২৯ বছর বয়সী জার্মান বলেন, ‘এখানে প্রথম সেট জেতা সব সময়ই কঠিন। তার (ফ্যালকনের) হারানোর কিছু নেই। সে কোয়ালিফাইং করে এসেছে। উভয়ের জন্যেই ম্যাচটি ভালো ছিল। এবং প্রথম রাউন্ডে কঠিন ম্যাচ থাকা সব সময়ই ভালো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ