Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মিন্দানাওয়ে লড়াই চলছে দুতার্তের সামরিক শাসনে সুপ্রিম কোর্টের সায়

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তীব্র লড়াই চলছে। মিন্দানাওসহ পুরো অঞ্চলে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তার এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল। কিন্তু আদালত এ পিটিশন খারিজ করে সামরিক শাসনের পক্ষে রায় দিয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টের ১৫ সদস্যের বিশেষ ট্রাইব্যুনালের ১১ সদস্য সামরিক শাসনের পক্ষে মত দিয়েছেন। তিনজন সামরিক শাসন আংশিক জারি পক্ষে এবং অপর এক বিচারপতি সামরিক শাসনের পক্ষে নিজেদের মতামত দিয়েছেন। গত ২৩ মে মিন্দানাও প্রদেশসহ পুরো দক্ষিণাঞ্চলে আইএস সমর্থিত জঙ্গিদের সংঘাতের মুখে স্থানীয় মারাউয়ি শহর ও মিন্দানাও দ্বীপসহ পুরো দক্ষিণাঞ্চলে সামরিক শাসন জারি করেন দুতার্তে। এসময় থেকে আইএস বিরোধী অভিযান জোরদার হয়। অভিযানে জঙ্গি, সরকারি সেনা ও বেসামরিক মানুষ মিলিয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬০ জনের বেশি। সংঘাতের মুখে গৃহহীন হয়েছেন অন্তত তিন লাখ স্থানীয় বাসিন্দা। আল-জাজিরা, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ