Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বিক্ষোভ-মিছিলে উত্তাল যুক্তরাষ্ট্রের ৪৬ নগরী

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কংগ্রেসের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ৪৬টি নগরীতে বিক্ষোভ-মিছিল করেছে হাজার হাজার মানুষ। ট্রাম্পের অভিবাসন নীতি, বিদেশের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক এবং ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানবাধিকার সংগঠনের কর্মীরা এ বিক্ষোভের আয়োজন করে। মূল আয়োজক ছিল দ্য ইন্ডিভিজিবল সিএ ডি-৩৯ গ্রুপ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট অবৈধ দুর্নীতিগ্রস্ত পুতুল লেখা ব্যানার নিয়ে এবং তাকে আটক করার দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ করে। দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, অন্য নগরীগুলোর তুলনায় লস অ্যাঞ্জেলেসেই সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। সেখানে বিক্ষোভে অংশ নিয়েছে ১০ হাজার মানুষ। ইন্ডিভিজিবল সিএ ডি-৩৯ গ্রুপের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্প বিচারে বাধা সৃষ্টি করেছেন, বৈদেশিক সম্পর্ক বিষয়ক নীতি লঙ্ঘন করেছেন বলে সন্দেহ রয়েছে। আর এ দুটো কারণেই কংগ্রেস সংবিধানসম্মতভাবে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করা এবং তাকে অভিশংসন করার পদক্ষেপ নিতে পারে। লস অ্যাঞ্জেলেস বাদে অন্য ৪৫টি নগরীতে ছোট পরিসরে জনতার বিক্ষোভ দেখা গেছে। সেখানে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন এবং বিচারে বাধা সৃষ্টির অভিযোগ করেছে। বিক্ষোভের ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের হাতে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট লেখা প্ল্যাকার্ড। তাদেরকে পতন, পতন, ট্রাম্প নিপাত যাক, উঠো, উঠো, জনগণ জাগো বলে শ্লোগান দিতেও শোনা যায়। নিউ ইয়র্কে কয়েকজন বিক্ষোভকারীকে‘ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল-এর সামনে বিক্ষোভ করতে দেখা গেছে। যদিও সেখানে পাশপাশি ট্রাম্প সমর্থকদের একটি দলও ছিল। তবে উভয় পক্ষের মধ্যে গোলযোগের খবর পাওয়া যায়নি। পাম বিচ, ফ্লোরিডা, আটলান্টা, অস্টিন, শিকাগো, নিউ অরলিন্সেও ছোট আকারে বিক্ষোভ হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ