Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

খালিস্তানের দাবিতে নতুন করে পোস্টার

পাকিস্তানের হাত রয়েছে, দাবি রাজ্য বিজেপি’র

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে পাঞ্জাবের চন্ডিগড়ে এমন কিছু পোস্টার দেখা গেছে, যাতে আলাদা রাজ্য গঠনের জন্য গণভোটের দাবি করা হয়েছে। আর এ নিয়ে দেশটিতে রীতিমতো হইচই পড়ে গেছে। যদিও পোস্টারগুলো প্রশাসনের নজরে আসতেই সরিয়ে ফেলা হয়েছে। আর ঘটনার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি। এ ঘটনায় কর্তৃপক্ষ ধারণা করছে, নতুন করে খালিস্তানপন্থী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠছে। গত রোববার এ ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, কানাডাভিত্তিক একটি সংগঠনের পক্ষ থেকে এই পোস্টারগুলো সাঁটা হয়েছিল। ২০২০ সালে পাঞ্জাব ভেঙে যাতে আলাদা রাজ্য তৈরি করা হয়, সেই দাবিতে পোস্টারগুলো লাগানো হয়। পোস্টারগুলোতে লেখা হয়েছে, শিখ ফর জাস্টিস। অর্থাৎ, আলাদা রাজ্যের দাবি থেকে শিখরা যে বঞ্চিত, এর জন্য বিচারও চাওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলন করে বিজেপি। সেখানেই এই পোস্টারগুলোর কথা বলা হয়। বিজেপির রাজ্যপর্যায়ের নেতারা সাফ জানিয়ে দেন, প্রশাসন শুধুমাত্র পোস্টারগুলো সরিয়ে ফেলেই চুপ করে বসে থাকতে পারে না। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।
পাশাপাশি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও শিরোমনি আকালি দলের নেতা অমরেন্দর সিং বিষয়টির নিন্দা করেছেন। তিনি বলেছেন, ঘটনাটি নজরে আসতেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য খুশি করতে পারেনি বিজেপি নেতাদের। বরং তাদের আরও দাবি, এ বিষয়ে শুধুমাত্র মৌখিকভাবে কিছু বললেই হবে না। অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে হবে এবং সব অপরাধীকে গ্রেপ্তারের দাবিও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি পাকিস্তানকেও এক হাত নিয়েছে রাজ্য বিজেপি। দলটির নেতা বিজয় পুরি দাবি করেন, কাশ্মিরে ঠিক যেভাবে বিচ্ছিন্নতাবাদীদের পাকিস্তান মদদ দিচ্ছে, এখানেও সীমান্তবর্তী এলাকায় মদদ দেয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে সদা সতর্ক বলেও এদিন সাফ জানিয়ে দেন তিনি। প্রসঙ্গত, কয়েক দশক আগে পাঞ্জাব ভেঙে আলাদা খালিস্তান রাজ্যের দাবিতে সোচ্চার হয় ওই রাজ্যের জনগণের একটা বড় অংশ। পরবর্তী সময় সেই আন্দোলন সহিংস আকার ধারণ করে। অমৃতসরের স্বর্ণমন্দিরে খালিস্তান নেতা জর্নাল সিং বিন্দারওয়ালে বিপুল অস্ত্র মজুত করলে অপারেশন বস্নুস্টার চালায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার। এরপরই থেমে যায় খালিস্তান প্রতিষ্ঠার স্বপ্ন। সেই ঘটনার প্রায় ৩৩ বছর পর নতুন করে আলাদা রাজ্যের পক্ষে গণভোটের দাবিতে পোস্টার পড়ায় রীতিমতো উত্তেজনা বিরাজ করছে। ইনডিয়া টাইমস, জি-নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ