Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের প্রতি ইইউ’র আহ্বান

সাংবাদিকদের সুরক্ষা দিতে

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমার সরকারকে সাংবাদিকদের হুমকি, গ্রেপ্তার, বিচারের মুখোমুখি করা এবং ভয়ভীতি প্রদর্শন থেকে সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স¤প্রতি মিয়ানমারের বেশ কয়েকজন সাংবাদিককে দায়িত্ব পালন করতে গিয়ে নানা ধরনের আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। গত সপ্তাহে দেশটির সেনাবাহিনী তিন সাংবাদিককে আটকও করেছে। ঔপনিবেশিক আমলের আনলফুল এসোসিয়েশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। গত ২৬ জুন আন্তর্জাতিক মাদক ও নির্যাতন বিরোধী দিবসে মিয়ানমারের বিদ্রোহী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি মাদক পোড়ায়। ওই তিন সাংবাদিক অনুষ্ঠানটি নিয়ে প্রতিবেদন তৈরি করতে সেখানে উপস্থিত ছিলেন। প্রায় অর্ধশতকের জান্তা শাসনের অবসান ঘটিয়ে গত বছর মিয়ানমারের ক্ষমতায় আসে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার সব মানুষের আছে। এ অধিকার নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত গুলোর একটি হচ্ছে এটি। আমরা মিয়ানমার সরকারের প্রতি সাংবাদিকদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার আহŸান জানাচ্ছি যাতে তারা কোনও ধরনের হুমকি, গ্রেপ্তার বা আইনি জটিলতায় মুখোমুখি হওয়ার ভয় ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত তিন সাংবাদিক হলেন: ডেমোক্রেটিক ভয়েস অব বার্মার প্রতিবেদক আয়ে নাই ও পিয়ায়ে ফোন নাইং এবং ইরাবতী ম্যাগাজিনের লাউই ওয়েং। আগামী ১১ জুলাই আদালতে তাদের মামলার প্রথম শুনানির দিন ধার্য হয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ