মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোটারদের ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির ২০টিরও বেশি অঙ্গরাজ্য। আর এ ঘটনায় অঙ্গরাজ্যগুলোর কড়া সামলোচনা করেছেন ট্রাম্প। গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করেন ট্রাম্প। ওই কমিশনের পক্ষ থেকে ৫০টি অঙ্গরাজ্যের স্থানীয় সরকারের কাছে ভোটারদের নাম, ঠিকানা ও গোপন ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। কিন্তু ভার্জিনিয়া, কেনটাকি, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক এবং ম্যাসাচুসেটসসহ ২০টির বেশি অঙ্গরাজ্য একে অপ্রয়োজনীয় এবং ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার অধিকারের লঙ্ঘন বলে ভোটারদের পুরো অথবা আংশিক তথ্য দিতে অস্বীকৃতি জানায়। এরপর এক টুইটে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, অনেকগুলো অঙ্গরাজ্য ভোট জালিয়াতি নিয়ে তদন্তে দারুণভাবে যোগ্য একটি প্যানেলকে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা কী গোপন করতে চাইছে? রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।