Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

| প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা দাবি করেছে, জাপান সাগরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর পিয়ংগান প্রদেশ থেকে এই মিসাইল ছোড়া হয়। পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র অভিলাষ যুক্তরাষ্ট্রের সহ্যসীমা ছাড়িয়ে গেছে ট্রাম্পের এমন মন্তব্যর পর এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলো। জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পতিত হয়েছে। এ বিষয়ে জাপানের মন্ত্রিসভা সচিব ইউশিদে সুগা বলেন, ক্ষেপণাস্ত্রটি ৪০ মিনিট উড়ার পর জাপান সাগরে পতিত হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি উড়ে এসে কোরীয় উপদ্বীপের জলসীমায় পড়েছে। একদিন আগেই উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা বন্ধে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ