মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়া তাদের সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করেছে বলে দাবি করেছেন দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মিকদাদ। গতকাল মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র বরাতে এই তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। ফয়সাল মিকদাদ বলেন, আমি সিরিয়ার নামে শপথ করে বলতে চাই, সিরিয়া তার রাসায়নিক প্রকল্প বন্ধ করে দিয়েছে এবং এখানে আর কোনও রাসায়নিক অস্ত্র বা বিষাক্ত গ্যাস নেই যেটা সামরিক অভিযানে ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, সিরিয়া দেশের বাইরে গিয়ে এই রাসায়নিক ধ্বংস করেছে যেন অভ্যন্তরে কোনওরকম বিরূপ প্রতিক্রিয়া না পড়ে। ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের জাহাজগুলোর এই কাজে তাদের সাহায্য করেছে বলেও দাবি করেন তিনি। মিকদাদ বলেন, প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স সংস্থা জানে যে সিরিয়ার কাছে কোনও রাসায়নিক অস্ত্র নেই। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।