Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিশোরগঞ্জে অটিস্টিক ক্রীড়া উৎসব

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা জেলা ক্রীড়া অফিস কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে ‘অটিস্টিক ক্রীড়া উৎসব’। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় আগামী ৫ জুলাই বিকেল ৩ টায় এই আয়োজন অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস্ কমিটির জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। ক্রীড়া উৎসবে অ্যাথলেটিক্স, ফুটবল এবং ক্রিকেটে পারদর্শী প্রতিভাবানদের পুরষ্কার দেয়া হবে। চূড়ান্ত প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাবেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলের বাছাইয়ে অংশ নেয়ার। এছাড়া স্পেশাল অলিম্পিক কমিটির পরিচালনায় অনূর্ধ্ব-৯ অটিস্টিক শিশু এবং তার পরিবারের জন্য রয়েছে ‘ইয়ং অ্যাথলেট প্রোগ্রাম’ এর বিশেষ প্রদর্শনী। কিশোরগঞ্জের তিনটি অটিস্টিক স্কুলে এই আয়োজনের প্রাথমিক বাছাই শুরু হয়েছিলো ১৮ জুন। প্রতিটি স্কুল থেকে সুযোগ পেয়েছেন ৭জন করে খেলোয়াড়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ