Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের প্রস্তুত রাশিয়া

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগামী বছর রাশিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। সদ্য সমাপ্ত কনফেডারেশন্স কাপকে তাই মনে করা হচ্ছিল তাদের জন্য এসিড টেস্ট। সেই টেস্টে পুরো নম্বর পেয়েই পাশ করেছে ভøাদিমির পুতিনের দেশটি। ২০১৮ বিশ্বকাপ আয়োজনের জন্য তাই তারা প্রস্তুত বলে মনে করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও কনফেডারেশন্স কাপ জয়ী জার্মান কোচ জোয়াকিম লো। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, ‘এই টুর্নামেন্টের সফল আয়োজনই প্রমাণ করে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের মত মেগা টুর্নামেন্ট আয়োজনে যোগ্য।’ বিজয়ী কোচ লো বলেন, ‘রাশিয়াকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই আয়োজনটি ছিল চমৎকার। সবকিছু ছিল পরিকল্পিত এবং গোছালো। এই টুর্নামেন্টে অংশগ্রহণের সময় আমার বেশ কজন চমৎকার মানুষের সঙ্গেও পরিচয় ঘটেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ