নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : মস্তিষ্কে রক্তক্ষরনে অসুস্থ সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় পুরস্কারপ্রাপ্ত, সাবেক তারকা ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাদল রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই সিঙ্গাপুরের গেøনঈগলস হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বাদল রায়কে গত ৭ জুন ভর্তি করানো হয়। পরের দিন তার মস্তিষ্কে সফল অস্ত্রপ্রচার হলে বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অসুস্থ বাদল রায়কে দেখতে গতকাল সিঙ্গাপুরের গেøনঈগলস হাসপাতালে যান বাফুফের আরেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় বাদল রায়ের পাশে ছিলেন। কাজী নাবিল সাবেক এই ফুটবলারের দ্রæত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন। বাদল রায় তার আরোগ্য লাভের জন্য ইশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
মনসুর স্পোর্টিংয়ের জয়
স্পোর্টস রিপোর্টার : ঈদ পূর্ণমিলনী উপলক্ষ্যে ইন্সটিটিউট অফ সকার আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে মনসুর স্পোর্টিং ক্লাব। গতকাল দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে মনসুর স্পোর্টিং ৬-৩ গোলে হারায় বন্ধু মহল (সিনিয়র) একাদশকে। বিজয়ী দলের পক্ষে আসিফ, রাকিব ও মাসুম দু’টি করে গোল করেন। বন্ধু মহলের পক্ষে রাকিব ( ছোট) দু’টি ও বিজয় একটি গোল করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মনুসর স্পোর্টিংয়ের রাকিব। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন সাবেক ফুটবলার আবুল বাশার বাদল। এসময় বিশেষ অতিথি ছিলেন ফুটবল সংগঠক মো: ইসকান্দর মির্জা ও মনসুর আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।