Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেভদের দিনে চোটে বিদায় কিরগিসের

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : হিপ-ইঞ্জুরি নিয়েই কাজাখস্তানের আলেক্সান্ডার বাবলিককে সরাসরি ৬-১ ৬-৪ ৬-২ সেটে হারিয়ে উইম্বলডনের যাত্রা শুরু করলেন বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে। বিশ্বের এক নম্বর টেনিস তারকা এজন্য সময় নেন ১ ঘন্টা ৪৪ মিনিট।
ইনজুরিতে পড়ে বছরের তৃতীয় গ্র্যান্ড ¯ø্যাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার নিক কিরগিস। পুরনো ইনজুুরি পুনরায় জেগে উঠায় প্রথম রাউন্ডের দ্বিতীয় সেট শেষ হবার পরই আহত অবসর নেন এই ২০তম বাছাই। বাঁ-নিতম্বের ইনজুরিতে ভুগছিলেন তিনি। ফলে প্রথম রাউন্ডের ম্যাচটি জিতে নেন অবাছাই ফ্রান্সের পিরি হিউজেস হাবার্ট। অবশ্য ম্যাচে ২-০ সেটের ব্যবধানে এগিয়ে ছিলেন হাবার্ট। প্রথম সেট ৬-৩ ও দ্বিতীয় সেট ৬-৪ গেমে জেতেন হাবার্ট।
এছাড়া পুরুষ এককে শুভ সূচনা করেছেন নবম বাছাই জাপানের কেই নিশিকোরি ও দ্বাদশ বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা। টুর্নামেন্টের উদ্বোধনী দিন প্রথম রাউন্ডে অবাছাই ইতালির মার্কো চেচহিনাতোকে সরাসরি ৬-২, ৬-২ ও ৬-০ গেমে হারান নিশিকোরি। অবাছাই দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন নরির বিপক্ষে সোঙ্গারও সরাসরি জয়টি ছিল ৬-৩, ৬-২ ও ৬-২ গেমের।
এদিকে নারী এককে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ ও দশম বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। অবাছাই ক্রোয়েশিয়ার মারিনা এরাকোভিচের বিপক্ষে ৬-৪ ও ৬-১ সেটের সরাসরি জয় পান হালেপ। ভেনাসের জয়টিও সরাসরি সেটের। তবে প্রথম সেট জিততে বেশ ঘাম ঝড়াতে হয় তাকে। অবাছাই বেলজিয়ামের এলিসা মার্টেন্সের বিপক্ষে শেষ পর্যন্ত ৭-৬ (৯/৭) ৬-৪ গেমে ম্যাচ জিতে নেন ভেনাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ