Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র ‘এক চীন নীতি’ মেনে চলবে -ট্রাম্প

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

অগ্রগতি অর্জনই হওয়া উচিত মূল লক্ষ্য -শি জিন পিং
ইনকিলাব ডেস্ক : গতকাল (সোমবার) সকালে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছে। এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু এবং আসন্ন জি-টোয়েন্ট শীর্ষসম্মেলন বিষয়ে মতবিনিময় করেন।
ফোনালাপে চীনা প্রেসিডেন্ট বলেন, ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের পর দু‘দেশের সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে। কিছু কিছু বিষয়ে দু‘পক্ষের মধ্যে মতপার্থক্য অবশ্য আছে এবং চীন তার অবস্থান স্পষ্টও করেছে। চীন আশা করে, ‘এক চীন নীতি’ ও তিনটি যৌথ ইশতাহারের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তাইওয়ানসংক্রান্ত ইস্যু মোকাবিলা করবে।
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, দু‘দেশের উচিত পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে সহযোগিতার ওপর বেশি গুরুত্ব দেওয়া এবং মতভেদ নিয়ন্ত্রণ করা। দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি অর্জনই হওয়া উচিত দু‘পক্ষের মূল লক্ষ্য।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, দু‘দেশের সহযোগিতার সম্ভাবনা অনেক বেশি, অভিন্ন স্বার্থও ব্যাপক। যুক্তরাষ্ট্র ‘এক চীন নীতি’ মেনে চলবে এবং এ ব্যাপারে কোনো অন্যথা হবে না।
ট্রাম্প আরও বলেন, জার্মানির হামবুর্গে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচ্য বিষয় থাকবে। তিনি সম্মেলনে চীনা প্রেসিডেন্টসহ বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে গভীরভাবে মতবিনিময় করতে ইচ্ছুক বলেও জানান। ফোনালাপকালে দু‘নেতা কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়েও আলাপ করেন। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ