Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রণব বাবু বাবার মতো করে পথ দেখিয়েছেন বললেন আবেগাপ্লুত মোদি

| প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একজন যখন সংসদীয় রাজনীতি শুরু করছেন অন্যজন তখন নিতান্তই তরুণ। ফারাক শুধু এখানেই নয়, দুজনের জীবন বয়েছে সম্পূর্ণ ভিন্ন খাতে। রাজনৈতিক বিশ্বাসেও আস্মান-জমিন ফারাক। প্রথম জন ইন্দিরা গান্ধীর ‘স্নেহধন্য’ আদ্যন্ত কংগ্রেসী, পরবর্তী কালে কংগ্রেসের ‘চাণক্য’, প্রায় সারা জীবন ধরে সামলেছেন বিভিন্ন হেভিওয়েট মন্ত্রক। আর দ্বিতীয় জন শুরুতে আরএসএসের প্রচারক, পরবর্তীকালে গুজরাটের মুখ্যমন্ত্রী তথা বিজেপির ‘পোস্টার বয়‘। প্রথম জন বর্তমানে দেশের প্রথম নাগরিক তথা বিদায়ী প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়, দ্বিতীয় জন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। রাষ্ট্রপতি হিসাবে রাইসিনা হিলসের প্রথম বাঙালি বাসিন্দার আসন্ন বিদায় কালে তাঁকে বাঙালি রেওয়াজে ‘প্রণব দা‘’ বলে উল্লেখ করে আবেগে সিক্ত হলেন নমো। মোদী বললেন, ্রবাবার মতো করে প্রণব দা’ আমার অভিভাবকত্ব করেছেনগ্ধ। রবিবারের রাইসিনা হিলসে উপলক্ষ্য ছিল প্রধানমন্ত্রী কর্তৃক ‘প্রেসিডেন্ট প্রণব মুখার্জী- আ স্টেটসম্যান’ নামক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। আর সেই অনুষ্ঠানকেই কার্যত প্রাক্তন হওয়ার চৌকাঠে দাঁড়ানো প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের প্রতি তার আবেগ প্রকাশের মঞ্চে পরিণত করলেন প্রধানমন্ত্রী মোদী। বরাবর গুজরাটের রাজনীতিতে স্বপ্রতিভ দেশের ‘চাওয়ালা’ প্রধানমন্ত্রী বললেন, ‘প্রণব দা’র হাত ধরে আমি দিল্লির রাজনৈতিক জীবনকে চিনেছি, এ যে আমার কত বড় সৌভাগ্য তা বলার নয়...’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ