মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ২০১৭ সালের প্রথম ছয়মাসে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশের গুলিতে ৪৯২ জন নিহত হয়েছে। শনিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে এবছর ১৬ জুন পর্যন্ত নিহতের সংখ্যার হিসাব দেওয়া হয়েছে। গতবছরের সঙ্গে এ পরিসংখ্যানের মিল আছে। পত্রিকাটি ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে সাধারণ নাগরিকদের হতাহত হওয়ার ঘটনার হিসাব রাখছে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সাল থেকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এ ধরনের ঘটনার যে সংখ্যা দিয়েছে তার তুলনায় বাস্তবে এ সংখ্যা দ্বিগুণ। গত তিন বছর ধরেই এফবিআই এর দেওয়া তথ্য ও প্রকৃত তথ্যের মধ্যে এই পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়। সাউথ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অপরাধ বিজ্ঞানী জেফরি অ্যালপের্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘এ সংখ্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, পুলিশ কর্মকর্তারা নিয়মিত এ কান্ড করে যাচ্ছে’।
‘হয়ত কোথাও সংখ্যা বাড়ছে, আবার কোথাও কমছে। কিন্তু গড়ে প্রতিবছর সংখ্যা প্রায় একই থাকছে। একুশ শতকে এই হল আমাদের সমাজ ব্যবস্থা’। ২০১৪ সালের অগাস্টে মিসৌরির ফার্গুসনে ১৮ বছরের কিশোর মিশেল ব্রাউন পুলিশের গুলিতে নিহত হওয়ার পর থেকে এ ধরনের ঘটনা নজরে রাখতে শুরু করে ওয়াশিংটন পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।