Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়া সংগঠক সমির আর নেই

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের যুগ্ন-সম্পাদক ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালক মো: সমির উদ্দিন আর নেই। ১ জুলাই দিবাগত রাত এক টায় কোলকাতার আলীপুরস্থ কোথারী মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুম মো: সমিরের মরদেহ আজ কোলকাতা থেকে ঢাকায় আনা হবে বলে জানান টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশন, শেখ রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ