নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : চলতি বছরই বাংলাদেশে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন রিও অলিম্পিকে স্বর্ণজয়ী বাংলাদেশী বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিটা মামুন। বাবা বাংলাদেশি হওয়ায় পিতৃভ‚মির টানে এদেশে আসছেন বলে জানান এ অ্যাথলেট। চলতি বছরের অক্টোবর কিংবা নভেম্বর হতে পারে সেই সম্ভব্য সময়।
মা রাশিয়ান হলেও মার্গারিটার বাবা বাংলাদেশী। বাবা মারা যাওয়ার পর পৈতৃক ভ‚মি ভ্রমণের কথা জানিয়েছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে আসলে বাবার মৃত্যর পর এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর। রিও অলিম্পিক-২০১৬ তে রিদমিক জিমন্যাস্টে স্বর্ণপদক জেতেন মার্গারিটা মামুন। স্বর্ণ জয়ের পাশাপাশি অলিম্পিকে নতুন রেকর্ড গড়ে তার পারফরম্যান্স। ৭৬.৪৮৩ স্কোর নিয়ে রেকর্ড গড়েন ২১ বছর বয়সি এ অ্যাথলেট। তার এমন কির্তীর মাত্র ছয় দিন পর মস্কোতে মারা যান বাবা আবদুল্লাহ আল মামুন। পাকস্থলির ক্যান্সারের আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মৃত্যবরণ করেন মাগ্যারিটার মেরিন ইঞ্জিনিয়ার বাবা। বাংলাদেশ সফর নিয়ে গালফ নিউজকে মার্গারিটা মামুন বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সেখানে (বাংলাদেশ) গিয়ে বাবার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করব। তার মৃত্যর পর সেখানে এটাই আমার প্রথম সফর হতে পারে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।