Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

সেরেনা নেই, তাই সাধ জাগে

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অন্তঃসত্ত¡া হওয়ায় বছরের তৃতীয় গ্র্যান্ড ¯ø্যাম উইম্বলডনেও খেলা হচ্ছে না সেরেনা উইলিয়ামসের। আর মার্কিন তারকার এই অনুপস্থিতিই আজ থেকে শুরু হতে যাওয়া উইলম্বডনের শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছে টুর্নামেন্টের নারী এককের শীর্ষ বাছাই অ্যাঞ্জেলিক কারবার ও দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে।
গতবারের আসরের ফাইনালে খেলেলেও শিরোপা স্পর্শ করতে পারেননি জার্মান তারকা কারবার। সাবেক নাম্বার ওয়ান ও ২৩টি গ্র্যান্ড ¯ø্যামের মালিক এই সেরেনার কাছে ফাইনালে সরাসরি সেটে হেরে রানার্স-আপ হয়েই সন্তষ্ট থাকতে হয়েছে কারবারকে। তবে সেরেনার অনুপুস্থিতিতে এবারের আসরে শিরোপা জয়ের দারুণ এক সুযোগ তৈরি হয়েছে কারবারের সামনে। সেরেনা বিহীন টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন বিভোর তিনি, ‘সেরেনা না থাকায় এবারের পরিস্থিতি ভিন্ন। আগামী দু’সপ্তাহে সবকিছুই সম্ভব। তবে আমি কোন চাপ নিচ্ছি না। তারপরও এবারের আসরে বেশ কিছু ভালো খেলোয়াড় অংশ নিচ্ছেন। ভাল খেলে যে কেউই টুর্নামেন্টের শিরোপা জিততে পারে। তবে সেরেনা না থাকায় আমি শিরোপা নিয়েই বেশি ভাবছি। গেলবার যেহেতু ফাইনালে উঠতে পেরেছি, এবারও ভালো কিছুর প্রত্যাশায় আছি আমি।’
কারবারের মত শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন রোমনিয়ান সুন্দরী হালেপও। এবারের আসরে দ্বিতীয় বাছাই হিসেবে খেলবেন তিনি। প্রথমবারের মত উইম্বলডন ও গ্র্যান্ড ¯ø্যাম জয়ের জন্য কোর্টে নামবেন বিশ্ব র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা হালেপ। এবার শিরোপা জয়ের বড় সুযোগই দেখছেন তিনি, ‘প্রতিবারই সেরেনা দুর্দান্ত টেনিস খেলে শিরোপা জিতে নেয়। এবার তিনি অংশগ্রহণ না করায় শিরোপা জয়ের দারুণ এক সুযোগ তৈরি হয়েছে আমাদের। কোর্টের লড়াইয়ে যারা ভালো খেলবে শিরোপা তাদেরই সঙ্গী হবে। তাই ভালো খেলার পাশাপাশি আমি শিরোপা জয়ের ব্যাপারেও আশাবাদী।’
কারবার ও হালেপের পরই বাছাই পর্বের তৃতীয় স্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন প্লিসকোভা। এবারের আসরে আপসেট ঘটানোর কথা ভাবছেন তিনি। কিন্তু অতীত পরিসংখ্যান বলছে, উইম্বলডন সুখকর নয় প্লিসকোভার জন্য। কারন ২০১৩ থেকে ২০১৬ এই চার আসরেই দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। তারপরও অতীত ভুলে ভালো কিছু করার ইচ্ছা প্লিসকোভার। কারণ গেল বছরের ইউএস ওপেনের ফল থেকে উজ্জীবিত হচ্ছেন তিনি, ‘উইম্বলডনে আমার পারফরমেন্স ভালো নয়। তবে আশা করছি এবার ভালো কিছু হবে এবং অঘটন ঘটাতে পারবো। নিজের প্রতি এবার আত্মবিশ্বাসটা অনেক বেশি। গেল বছরের ইউএস ওপেনের ফাইনালটি আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। শিরোপা জিততে না পারলেও ফাইনাল পর্যন্ত যাওয়াটা অনেক বড় কিছু আমার জন্য।’
তিন শীর্ষ বাছাই ছাড়াও আরও অনেকে এবার ভালো পারফরমেন্স করে শিরোপা জয়ের কথাই বলছেন। শীর্ষ দশের মধ্যে যারা আছেন, তাদের চোখে-মুখে শিরোপা জয়ের স্বপ্ন। বাছাইয়ে চতুর্থ থেকে দশম পর্যন্ত থাকা ইউক্রেনের এলিনা সভেৎলিনা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, গ্রেট ব্রিটেনের জোহান্না কোন্তা, রাশিয়ার সভেৎলিনা কুজনেৎসভা, ¯েøাভাকিয়া ডোমিনিকা চিবুলকোভা, পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানস্কা ও যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ