Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে কলেরায় আক্রান্ত আড়াই লাখ

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে কলেরার ভয়াবহ আক্রমণে নিহতের সংখ্যা ১,৫০০ ছুঁয়েছে। আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই হিসাব জানিয়েছে। এ বছর এপ্রিল থেকে কলেরার মহামারী শুরু হয় দেশটিতে। এর আগে এক বিবৃতিতে এ পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে অন্তত এক হাজার ৩১০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সপ্তাহের ব্যবধানে আরও ১৯০ জনের প্রাণহানির খবর জানালো তারা। ইয়েমেনে নিয়োজিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র নেভিও জাগারিয়া। ১৫০০ জনের প্রাণহানির খবর জানিয়ে বিশ্বকে ইয়েমেনের পাশে দাঁড়ানোর আহŸান জানান তিনি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ