Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দার্জিলিংয়ে স্বাভাবিক জীবন থমকে গেছে

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : টানা চলতে থাকা মোর্চা আন্দোলনের জেরে পাহাড়ের স্বাভাবিক জনজীবন থমকে গেছে। বন্ধ রয়েছে দোকানপাট। খাবার দাবারেরও সংকটের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্যে। সব মিলিয়ে দার্জিলিংয়ে পরিস্থিতি এখন যথেষ্টই থমথমে। পুলিশ জানায়, ওইদিন রাত ১টার দিকে মিরিক পৌরসভার ভাইস চেয়ারম্যান এম কে জিম্বার বাড়িতে হামলা চালায় এক দল মোর্চা সমর্থক। জিম্বার বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়ির একাংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথায় আঘাত পেয়ে মিরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এরপর মিরিকে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল (ডিজিএইচসি)-এর একটি দফতরে আগুন লাগিয়ে দেন মোর্চা সমর্থকরা। টুং পঞ্চায়েত দফতরেও আগুন লাগিয়ে দেয়া হয়। দার্জিলিংয়ের রংলি রংলিওটে পুলিশের একটি টহল গাড়ি থেকে অস্ত্র ছিনতাইয়ের অভিযোগও উঠেছে মোর্চা সমর্থকদের বিরুদ্ধে। মিরিক থানার ওসি এল বি রাই জানান, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গত মঙ্গলবার দার্জিলিংয়ের চকবাজারে পিঠে টিউবলাইট ভেঙে বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকরা। পুড়িয়ে ফেলা হয় জিটিএ-র চুক্তিপত্র। সেই দিনই জিটিএ-র ইঞ্জিনিয়ারিং ডিভিশনের অফিসে এবং দার্জিলিংয়ের ফুলবাজার এলাকায় রাজবাড়ি পঞ্চায়েত অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। দুটি ঘটনাতেই অভিযোগের তীর মোর্চার দিকে। যদিও, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মোর্চা। মোর্চার সাধারণ সম্পাদক বিনয় তামাঙ্গের অবশ্য দাবি, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবেই আন্দোলনে যোগ দিচ্ছেন। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ