Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইবার হামলায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত

ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ’র দাবি

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স¤প্রতি ইউক্রেনে যে সাইবার হামলা সংঘটিত হয়েছে তাতে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত। এ হামলার উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস ও আতঙ্ক ছড়িয়ে দেয়া। গত শনিবার ইউক্রেনের নিরাপত্তা বাহিনী এসবিইউ এ দাবি করেছে। গত সপ্তাহে ইউক্রেনসহ বিশ্বের আটটি দেশে সাইবার হামলা চালায় হ্যাকাররা। এসব দেশের মধ্যে ইউক্রেনে সাইবার হামলা ছিল অত্যন্ত গুরুতর যাতে সরকারি মন্ত্রণালয়, বিদ্যুৎ কোম্পানি, ব্যাংক, ও কিয়েভের বিমানবন্দর আক্রান্ত হয়। এ হামলার কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেমভিত্তিক সেন্সরগুলো বন্ধ হয়ে যাওয়ায় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয়তার মাত্রা ম্যানুয়ালি পর্যবেক্ষণ করতে হয়। হামলার পর কিছু কিছু কোম্পানি তাদের কম্পিউটারের পর্দার ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, হ্যাকাররা তাদের হাত থেকে মুক্তির বিনিময়ে বিটকয়েন দিয়ে বিভিন্ন অঙ্কের অর্থ দাবি করছে। এসবিইউ বলেছে, আন্তর্জাতিক অ্যান্টি ভাইরাস কোম্পানির সহযোগিতায় এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য আমাদেরকে এটাই বিশ্বাস করাচ্ছে যে, ২০১৬ সালের ডিসেম্বরে অর্থনৈতিক ব্যবস্থা, যোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা চালিয়েছিল, তারাই এবারের হামলা চালিয়েছে। এতে প্রতীয়মান হচ্ছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এ হামলার পেছনে রয়েছে। ক্রেমলিন অবশ্য কিয়েভের এ দাবি অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র একে ভিত্তিহীন শূন্য অভিযোগ বলে মন্তব্য করেছেন। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ