Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধোনি আর স্পিনে আরো ভগ্ন উইন্ডিজ

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ত্রিনিদাদে ৩১০ রানের লক্ষ্যে ভগ্ন এক ওয়েস্ট ইন্ডিজকে দেখা গিয়েছিল। ভারতের মত দলের সাথে একটু প্রতিদ্ব›দ্বীতা করতে হলেও এই দশা থেকে বের হওয়ার প্রয়োজন ছিল ক্যারিবীয়দের। কিন্তু অ্যান্টিগুয়াতে তারা দেখা দিলো আরো ভগ্নভাবে। ভারতকে ২৫১ রানে আটকে রেখেও তারা ম্যাচ হারলো ৯৩ রানের বিশাল ব্যবধানে।
ভগ্ন পিচে টস জয়ের পর মনে হচ্ছিল ভাগ্যকে বুঝি এবার পাশেই পেলো স্বাগতিকরা। সময়মত উইকেট নিতে না পারলেও রানের লাগাম ঠিকই টেনে ধরেছিলেন হোল্ডার-বিশু-নার্সরা। ৪৩তম ওভারে গিয়ে ভারতের রান রেট ওভারপ্রতি চার স্পর্শ করে! শেষ পর্যন্ত ৪ উইকেটে ভারতের করা ২৫১ রানও গত এক দশকে প্রথমে ব্যাট করা দলের চতুর্থ সর্বনি¤œ। অথচ এই রান তাড়া করতেই ক্যারিবীয়রাও দুই দফায় ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। প্রথমে ৫৪ থেকে ৮৭ রানে পৌঁছাতে হারিয়ে বসে ৪ উইকেট, এরপর ১৭ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ১৫৮ রানে! মাঝের ঐ সময়টাতে লড়াইয়ের একটু আভাস দিয়েছলেন জেসন মোহাম্মেদ (৪০) ও রোভমান পাওয়েল (৩০)। এছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল প্রথমবারের মত একসঙ্গে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো ‘হোপ’ ভ্রাতৃত্ত¡দয়, শাই ও কাইল। অভিষেকে ৩৫ বলে লড়াকু ১৯ রানের ইনিংস খেলেন কাইল।
এর আগে ভারতের ইনিংসের দশাও ছিল করুণ। ওপেন করতে নেমে ৪২তম ওভারে আউট হওয়া আজিঙ্কে রাহানের ৭২ রান এসেছে স্ট্রাইক রেট ৬৪.২৮ স্ট্রাইক রেটে, ২০১০ সালের পর যা ১১০ বল মোকাবেলা করা ওপেনারের জন্য সর্বনি¤œ। এরপরও তারা আড়াইশ পার করতে পারে ‘ফিনিশিং মাষ্টার’ ধোনির অপরাজিত ৭৯ বলে ৭৮ ও কেদার জাদভের অপরাজিত ২৬ বলে ৪০ রানের উপর ভর করে। ৭.৪ ওভারে তারা যোগ করে ৮১ রান। শেষ ২৯ বলে ধোনি করেন ৫০। অভিষেকটা ক্লিশে হয়েছে কেসরিক উইলিয়ামসের, ১০ ওভারে ৬৯ রান দিয়েও থেকেছেন উইকেটশূন্য। ভারতীয়রা এই স্পিনকেই হাতিয়ার বানিয়ে সিরিজে লিড নেয় ২-০ ব্যবধানে। কুলদিপ যাদব ও রভিচন্দ্রন আশ্বিন নেন তিনটি করে উইকেট।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ হারের আর কোন ভয় নেই ভারতের। আজ একই মাঠে তারা নামবে সিরিজ পুরোপুরি দখলে নেওয়ার লক্ষ্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ