Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমনওয়েলথ দাবায় বাংলাদেশের বিশাল বহর!

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের বিশাল বহর আজ ভোরে বিমান যোগে ভারতের রাজধানী দিল্লি যাচ্ছে। সেখানেই আগামীকাল শুরু হচ্ছে টুর্নামেন্টের খেলা। চলবে ১০ জুলাই পর্যন্ত। বাংলাদেশ দলে আছেন ২১ জন দাবাড়–।
প্রতিবছর নিয়মিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিলেও এবারই সবচেয়ে বড় দল পাঠাচ্ছে বাংলাদেশ। দলে আছেন চার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রকিব, এনামুল হোসেন রাজীব এবং নিয়াজ মোরশেদ। দুই আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা। দুই ফিদেমাস্টার তৈয়বুর রহমান ও শারমীন সুলতানা শিরিন। এরা সবাই অংশ নেবেন ওপেন বিভাগে। আর অনুর্ধ-২০ ওপেন বিভাগে খেলবেন আকিব জাওয়াদ, অনুর্ধ-২০ বালিকা বিভাগে উন্মে তাসলিমা প্রতিভা তালুকদার, অনুর্ধ-১৮ ওপেন বিভাগে অন্তু চৌধুরী, অনুর্ধ-১৬ ওপেন বিভাগে নাইম হক, অনুর্ধ-১৬ বালিকা বিভাগে কাজী জেরিন তাসনিম, অনুর্ধ-১৪ ওপেন বিভাগে ফিদেমাস্টার ফাহাদ রহমান, অনুর্ধ-১৪ বালিকা বিভাগে নোশিন আঞ্জুম, অনুর্ধ-১২ ওপেন বিভাগে তাহসিন তাজওয়ার জিয়া, অনুর্ধ-১২ বালিকা বিভাগে জান্নাতুল ফেরদৌস, অনুর্ধ-১০ ওপেন বিভাগে সাজিদুল হক, ও সৈয়দ রিদওয়ান, অনুর্ধ-৮ ওপেন বিভাগে মনন রেজা নীড় এবং সিনিয়র বিভাগে উর্ধ-৬০ এ হানিফ মোল্লা। ক্যাটাগরি বিভাগের দাবাড়–দের কোচ কাম কর্মকর্তা হিসেবে ন্যাশনাল ইন্সট্রাক্টর ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলিও যাচ্ছেন দলের সঙ্গে। এদের মধ্যে নিজ খরচে যাচ্ছেন মলি, রিদওয়ান ও হানিফ মোল্লা। অন্যদের ব্যয় বহন করবে দাবা ফেডারেশন।
ওপেন বিভাগ থেকে সরাসরি আন্তর্জাতিক মাস্টার ও আন্তর্জাতিক মহিলা মাস্টারের খেতাব অর্জনের পাশাপাশি গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, মহিলা গ্র্যান্ডমাস্টার ও মহিলা আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করা সম্ভব। বয়সভিত্তিক ক্যাটাগরিতে বাংলাদেশের দাবাড়–র স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদকের জন্য লড়বেন। ওপেন, মহিলা ও সব বয়সভিত্তিক ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদকের পাশাপাশি অর্থ পুরস্কার দেয়া হবে। টুর্নামেন্টে মোট ১৫ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার থাকছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ