Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিজ্ঞ চিলির সামনে তরুণ জার্মানি

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : শুরু থেকেই একটা শঙ্কা ছিল জার্মানির এই দলটাকে নিয়ে। ‘এই দল’ বলতে হচ্ছে কারণ, দলের তারকা খেলোয়াড়দের কাউকে রাশিয়ায় আনেননি কোচ জোয়াকিম লো। দলটির গড় বয়সই মাত্র ২৪ বছর ৪ মাস। সেই দলটাই সব শঙ্কা উড়িয়ে জায়গা করে নিয়েছে কনফেডারেশন্স কাপের ফাইনালে। তবে এবার তাদেরকে দিতে হবে আসল পরীক্ষা। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ফাইনালে তাদের প্রতিপক্ষ যে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন অভিজ্ঞ চিলি।
জার্মানির এই দলকে পরীক্ষা দিতে হবে মুলত চিলির রক্ষনের কাছে। জমাট রক্ষণকে প্রধাণ হাতিয়ার বানিয়ে প্রতিপক্ষকে তারা কিভাবে নাস্তানুবোধ করতে পারে তা হয়তো সবচেয়ে ভালো বলতে পারবেন লিওনেল মেসি আর তার আর্জেন্টিনা। টানা দুই বছর দুই কোপার ফাইনালে নির্ধারিত ও বাড়তি সময়ে বিশ্বের সেরা আক্রমণভাগকে আটকে রেখে পেনাল্টি ভাগ্যে হেসেছে চিলি। আরো স্পষ্ট করে বললে দলকে হাসিয়েছেন একজন ক্লাদিও ব্রাভো। তাদের কাছ থেকেই ঠিক একই ভাগ্য বরণ করে চলমান আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। রোনালদোদের প্রথম তিন-তিনটি স্পটকিক ঠেকিয়ে ম্যাচের মহানায়ক বনে যান গোলরক্ষক ব্রাভো। বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতে একাদশে জায়গা পেতে লড়তে হলেও জাতীয় দলের জার্সিতে একবারেই ভিন্ন রুপে দেখা দেন বার্সেলোনার এই সাবেক বার পোস্টের সেনানী। কোন সন্দেহ নেই বিশ্ব চ্যাম্পিয়নদের উপরও আজ একই অস্ত্র প্রোয়োগ করতে চাইবেন ব্রাভোরা।
চিলি কোচ হুয়ান আন্তোনিও পিজ্জির অবশ্য লাতিন আমেরিকার বাইরের কোন প্রতিযোগীতায় এই প্রথম। তা হলেও তাদের সমর্থ ইতোমধ্যে তারা দেখিয়েছে। জার্মানিকে ফেভারিট মেনে ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে নিজেদের সাধ্যমত লড়াইয়ের আভাস দিয়ে রেখেছেন পিজ্জি, ‘আমরা যেটা করতে পারি তা হলো সুযোগ তৈরী করা, সবসময় এই চেষ্টাই থাকবে।’
ফাইনালের পথে একমাত্র এই চিলির সাথেই ১-১ গোলে ড্র করেছিল জার্মানি। সেটা অবশ্য গ্রæপ পর্বের ঘটনা। এরপর তরুণ দলটি হয়েছে আরো সুসংগঠিত, আরো হিং¯্র। সেমিফাইনালে মেক্সিকোর মত দলকে ৪-১ গোলে উড়িয়ে সেই প্রমাণ তারা দিয়েছে। তার পরও অ্যালিক্সেস সানচেস-আর্তুরো ভিদালদের বিপক্ষে লড়ে ফল নিজেদের পক্ষে নিতে আরো উন্নতি করতে হবে বলে জানিয়েছেন লো, ‘রক্ষনাত্মক একটা দলের বিপক্ষে কাজ করতে হবে আমাদের। তাদেরকে আরো সমস্যায় ফেলতে হলে অবশ্যই আরো চাপ বাড়াতে হবে।’ জার্মানীকে ২০১৪ বিশ্বকাপ এনে দেওয়া এই কোচ বলেন, ‘প্রথম ম্যাচের আগে দুই দল কিভাবে খেলবে তা নিয়ে অনেক বিশ্লেষণ এবং পর্যালোচনা হয়েছে। তারাও করেছে আমরাও করেছি। আমরা জানি চিলি খেলার কৌশলে খুবই নমনীয়। তারা অনেক বছর ধরে তাদের নিজেদের কৌশল রপ্ত করে আসছে।’
দু’দলের কেউই এখন পর্যন্ত আসরের শিরোপা জেতেনি। উভয় দলের সামনেই তাই সুযোগ প্রথমবারের মত দেশের জন্য কনফেডারেশন্স কাপের চ্যাম্পিয়নের গৌরব গায়ে মাখার।



 

Show all comments
  • Habibur rahman ২ জুলাই, ২০১৭, ১২:৪৭ এএম says : 0
    জার্মানি চ্যাম্পিয়রন হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ