Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উপসাগরীয় অঞ্চলে বিরাজমান উত্তেজনা হ্রাস করতে সম্মত

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করার জন্য ফোনে প্রয়োজনীয় আলোচনা করেছেন। গত শুক্রবার উক্ত আলোচনায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার স্বার্থে এই দুই নেতা কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে বিরাজমান উত্তেজনা হ্রাস করতে সম্মত হয়েছেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির অংশ হিসেবে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা জোরদার করার জন্যেও সম্মত হয়েছে। গত ৫ জুন পাঁচটি আরব দেশ সউদী আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে। চরমপন্থার সঙ্গে কথিত যোগসাজশের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে, কাতার তা অস্বীকার করেছে। এছাড়া উপসাগরীয় দেশসমূহ কর্তৃক আরোপিত ১৩ দফা দাবিও প্রত্যাখ্যান করেছে কাতার। তুরস্ক কাতারের কাছে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং সউদী আরবের প্রতি আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশসমূহ কর্তৃক কাতারের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য। আনাদোলু নিউজ।



 

Show all comments
  • Amir Hossain ২ জুলাই, ২০১৭, ১০:১৮ এএম says : 0
    মুসলমান মুসলমানের রক্ত আর কত ঝরাবে । এক মুসলমানের রক্ত অন্য মুসলমানের কাছে পবিত্র । নবীজির একথা আজ আমরা ভূলে গেছি ।
    Total Reply(0) Reply
  • Fazlul Haque ২ জুলাই, ২০১৭, ১০:১৮ এএম says : 0
    Great Erdugan.
    Total Reply(0) Reply
  • ২ জুলাই, ২০১৭, ৬:০২ পিএম says : 0
    যে আরব দেশ গুলো কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করল তারা মুসলিম ঊম্মার ক্ষতিয়ে করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ