Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশ্বিক সম্মেলন ঘিরে বিক্ষোভের ইতিবৃত্ত

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রতি বছরই বিভিন্ন জোট ও সংগঠনের শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে একত্রিত হন বিশ্বনেতারা। পাশাপাশি সম্মেলনস্থলের বাইরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। চলতি শতকে এসে এমন বিক্ষোভের ঘটনা যেন ঐতিহ্যে পরিণত হয়েছে। এবারের জি২০ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ জোটভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। হাইপ্রোফাইল এ সম্মেলন ঘিরে সম্ভাব্য সহিংস বিক্ষোভ এড়াতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে জার্মানির পুলিশ। আসছে ৭-৮ জুলাই জার্মানির হামবুর্গে বসছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির জোট জি২০ শীর্ষ সম্মেলন। এ সম্মেলন ঘিরেও পুঁজিবাদবিরোধী হাজারো বিক্ষোভকারীর জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবার দেখা যাক তেমনই কিছু সহিংস বিক্ষোভ ঘটনার ইতিবৃত্ত। ১৯৯৯ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সিয়াটলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডবিøউটিও) মন্ত্রিপর্যায়ের বৈঠক ঘিরে ব্যাপক মাত্রায় বিশ্বায়নবিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভ দমাতে জরুরি অবস্থা ও কারফিউ জারি করে প্রশাসন। আটক করা হয় অন্তত ৬০০ জনকে। ২০০০ সালের সেপ্টেম্বরে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক অধিবেশন। এ সময় বিশ্বায়নবিরোধীদের ব্যাপক বিক্ষোভ থেকে রাজপথে সহিংসতা ছড়িয়ে পড়ে। ১২৩ পুলিশসহ আহত হন শত শত বিক্ষোভকারী। আটক করা হয় ৯০০ জনকে। ফ্রান্সের নিসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলন ঘিরে বিশ্বায়নবিরোধীদের বিক্ষোভ হয়। সহিংসতায় আহত হন ২৩ পুলিশ; আটক হন ৪০ বিক্ষোভকারী। ২০০১ সালের জুলাই মাসে ইতালিতে জি৮ সম্মেলন ঘিরে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হন একজন ইতালীয় তরুণ বিক্ষোভকারী। আহত হন পাঁচ শতাধিক ব্যক্তি। অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয় যথেষ্ট। আটক করা হয় দুই শতাধিক বিক্ষোভকারীকে। একই বছর সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, কানাডার কিউবেকে আমেরিকাস সামিট, সুইডেনের গোথেনবার্গে ইইউর সম্মেলনে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। ২০০৭ সালের ২ জুন জার্মানির রস্টকে জি৮ সম্মেলন ঘিরে বিক্ষোভে আহত হন ৪৩০ পুলিশসহ হাজারের বেশি বিক্ষোভকারী। আশপাশের বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা। ২০০৯ সালের ১ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত হয় জি২০ শীর্ষ সম্মেলন। ঐতিহ্য মেনেই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ব্যাংকে হামলা চালান। এ সময় নিহত হন পুলিশ কর্মকর্তা। তিনদিন পর ফ্রান্সের স্ট্রাসবার্গে সামরিক জোটন্যাটোর সম্মেলন ঘিরে ফের সহিংস বিক্ষোভ হয়। আহত হন ১০০ পুলিশসহ শতাধিক বিক্ষোভকারী। আটক করা হয় ৩৩০ জনকে। ২০০৯ সালের ডিসেম্বরের ৭ থেকে ১৮ তারিখ পর্যন্ত ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (কপ-১৫) চলাকালে প্রতি দিনই হাজারো মানুষের বিক্ষোভ হয়। ১২ ডিসেম্বর বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ